
আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রকাশ করেছে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারদের তালিকা। এই তালিকায় শীর্ষস্থানে আছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফোর্বস-এর প্রকাশিত তালিকায় প্রথম স্থানে আছেন ৪০ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে আছেন ৩৮ বছর বয়সী লিওনেল মেসি। পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো আয় করছেন মেসির আয়ের প্রায় দ্বিগুণ। রোনালদোর পারিশ্রমিক ২৮০ মিলিয়ন ডলার, যেখানে মেসির আয় ১৩০ মিলিয়ন ডলার। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসেও পারিশ্রমিকে শীর্ষে রয়েছেন এই দুই ফুটবল কিংবদন্তি।
তালিকার তৃতীয় স্থানে আছেন আল–ইত্তিহাদের খেলোয়াড় করিম বেনজেমা। তার পারিশ্রমিক ১০৪ মিলিয়ন ডলার। ইউরোপে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়দের মধ্যে প্রথম স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে, যার আয় প্রতি মৌসুমে ৮১ মিলিয়ন ইউরো। এরপর রয়েছেন আর্লিং হলান্ড ও ভিনিসিউস জুনিয়র, যাদের পারিশ্রমিক যথাক্রমে ৬৮ ও ৫১ মিলিয়ন ইউরো।
এরপর আছেন লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ, যিনি প্রতি মৌসুমে আয় করেন ৪৭ মিলিয়ন ইউরো। তার পরের স্থানে আছেন সাদিও মানে—তার আয় ৪৬ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম আয় করেন ৩৮ মিলিয়ন ইউরো। তালিকার শেষদিকে আছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল, যার পারিশ্রমিক প্রতি মৌসুমে ৩৭ মিলিয়ন ইউরো।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/এনজি
