
ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। প্রতি বছর ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক বর্ষসেরা ফুটবলারকে এই পুরস্কারটি দেওয়া হয়। গত বছর রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের পেছনে ফেলে এই পুরস্কারটি জিতেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি। যদিও ভিনিসিয়ুস জুনিয়রের হাতে না ওঠায় এটা নিয়ে অনেক বিতর্ক ছিল। তবে এ বছর ভিনিসিয়ুস কিংবা রদ্রি কেউই পুরস্কারটি জয়ে ফেবারিট নন। তাহলে এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে কারা?
প্রায় শেষের দিকে ফুটবলের ২০২৪-২৫ মৌসুম। চলতি মাসেই শেষ হবে ইউরোপের শীর্ষ পর্যায়ের লিগগুলো। ইতোমধ্যে ইউরোপিয়ান টুর্নামেন্টগুলোর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জুনের শুরুর দিকে টুর্নামেন্টগুলোর ফাইনাল অনুষ্ঠিত হবে। তার আগে দেখে নেওয়া যাক ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিংয়ে কে কোথায়।
ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষে এতদিন রাজত্ব করেছেন রাফিনিয়া-লামিন ইয়ামালরা। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বার্সেলোনার বিদায়ের পর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছেন তারা।
আরও পড়ুন:
» মালদ্বীপের বিপক্ষে এগিয়ে থেকেও জিততে পারল না বাংলাদেশ
» রিশাদ-নাহিদরা কখন পাকিস্তান ছাড়ছেন, জানাল বিসিবি
বিশ্বখ্যাত ক্রীড়াভিত্তিক গণমাধ্যম গোলডটকমের সবশেষ ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে আছেন পিএসজির ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৫ গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেছেন এই ফরাসি তারকা। ইতোমধ্যে লিগ শিরোপা ও ‘ট্রফি দে চ্যাম্পিয়নস’ জিতেছেন তিনি। এ ছাড়া প্রথমবারের মতো পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর সুযোগও থাকছে।
ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন লামিন ইয়ামাল। চলতি মৌসুমে দুর্দান্ত খেলা এই তরুণ এখন পর্যন্ত ১৬ গোলের পাশাপাশি ২৫ গোলে সহায়তা করেছেন। বার্সার জার্সিতে স্প্যানিশ সুপারকোপা ও কোপা দেল রে’র শিরোপা জিতেছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা না হলেও লা লিগা জয়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে তার দল।

২০২৫ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে দেম্বেলে-লামিন-রাফিনিয়ারা। ছবি- গোল
লামিনের পরেই আছেন তার সতীরথ রাফিনিয়া। চলতি মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। চলতি মৌসুমে ৩৭ গোলের পাশাপাশি ২৫ গোলে সহায়তা করেছেন এই তারকা। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপারকোপা ও কোপা দেল রে জেতা রাফিনিয়া শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে কিছুটা হোঁচট খেয়েছেন। তবে এখনো দারুণ সুযোগ রয়েছে লিগ শিরোপা জেতার।
চারে আছেন পিএসজিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তোলার অন্যতম নায়ক জিয়ানলুইগি ডোনারুম্মা। গোলরক্ষক হয়েও শীর্ষ দশে জায়গা করে নেওয়া একমাত্র ফুটবলার তিনিই। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২টি ম্যাচে ক্লিন শিট রেখেছেন এই ইতালিয়ান তারকা। ইতোমধ্যে পিএসজির হয়ে লিগ শিরোপা ও ‘ট্রফি দে চ্যাম্পিয়নস’ জিতেছেন তিনি। এ ছাড়াও সুযোগ আছে চ্যাম্পিয়নস লিগ জেতার।
পাঁচে আছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৬ গোলের পাশাপাশি ২৪ গোলে সহায়তা করেছেন এই তারকা। লিভারপুলের জার্সিতে জিতেছেন প্রিমিয়ার লিগ।
এছাড়া ছয়ে আছে বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি, সাতে আছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেন, আটে আছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে, নয়ে আছে ইন্টার নিলানের ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ এবং দশ নম্বরে আছেন আরেক বার্সেলোনা তারকা রবার্ট লেভানডফস্কি। তবে সেরা দশে জায়গা হয়নি ভিনিসিয়ুসের। এই ব্রাজিলিয়ান তারকা ১৫ নম্বরে অবস্থান করছেন।
ক্রিফোস্পোর্টস/৯মে২৫/বিটি
