বছরের সেরা ফুটবলারের লড়াই আবারও শুরু হলো। ফিফা তাদের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য বেস্ট’-এর মনোনয়ন তালিকা ঘোষণা করেছে। এতে পুরুষ বিভাগে আছেন ১১ জন ফুটবলার, আর নারী বিভাগে ১৭ জন ফুটবলার।
পুরুষদের তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন আগেরবার ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। এর আগেরবারও দুজনের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে এবার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা হচ্ছে এই স্প্যানিশ উইঙ্গারকে। তালিকায় আরও আছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, আশরাফ হাকিমি, কোল পালমার, রাফিনিয়া, মোহামেদ সালাহ, নুনো মেন্দেস, পেদ্রি ও ভিতিনহা।
এদিকে নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন আইতানা বোনমাতি, অ্যালেক্সিয়া পুতেয়াস, লরেন জেমস, ক্লো কেলি, লিয়াহ উইলিয়ামসন, অ্যালেসিয়া রুসোসহ মোট ১৭ ফুটবলার। এবারও মনোনয়ন তালিকায় আধিপত্য বজায় রেখেছেন স্পেনের নারী ফুটবলাররা।
কোচদের মনোনয়ন তালিকায়ও বেশ আলোচনা রয়েছে। পুরুষ ফুটবলে লুইস এনরিকে, মিকেল আর্তেতা, হ্যান্সি ফ্লিক, এনজো মারেসকা, রবার্তো মার্টিনেজ, আর্নে স্লট ও হাভিয়ের আগুইরে লড়বেন বর্ষসেরার জন্য। এনরিকের পিএসজি গত মৌসুমে জিতেছে ঘরোয়া ট্রেবল, সেজন্য এবার তাকে নিয়ে আলোচনাও বেশি।
অন্যদিকে নারী ফুটবলে বর্ষসেরা কোচের তালিকায় আছেন সারিনা ওয়েগম্যান, সোনিয়া বম্পাস্টর, জোনাতান গিরালদেজ, সেব হাইনস ও রেনে স্লেগারস। ওয়েগম্যানের নেতৃত্বে ইংল্যান্ড নারী দল ইউরো জিতেছিল, ফলে তাকেও এবার বড় দাবিদার হিসেবে ধরা হচ্ছে।
গোলরক্ষকদের মনোনয়ন তালিকায়ও বেশ কজন তারকা খেলোয়াড় রয়েছেন। পুরুষদের মধ্যে আছেন অ্যালিসন বেকার, থিবো কোর্তোয়া, দোন্নারুমা, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়েল নয়্যার, ডেভিড রায়া, ইয়ান সোমার ও ভয়চেক সিজনি।
নারী বিভাগে আছেন অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, ক্রিস্টিয়ান এন্ডলার, হান্নাহ হ্যাম্পটন, আনা মুরহাউস, চিয়ামাকা এননাদোজি ও ফ্যালন তুলিস-জয়সি।
উল্লেখ্য, আগামী জানুয়ারিতে জুরির ভোটে নির্ধারিত হবে ২০২৫ সালের ফিফা দ্য বেস্টের বিজয়ীদের নাম। তবে এবারের পুরুস্কার পেতে যে প্রত্যেকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/টিএ