Connect with us
ক্রিকেট

বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন যারা

Bad news for Bangladesh ahead of first Test in Sri Lanka
বাংলাদেশ টেস্ট দল। ছবি- ক্রিকইনফো

লম্বা সময় যাবত টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যস্ততায় ছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ বিরতির পর ওয়ানডে ফরমেটে ফিরেছে টাইগাররা। এবার পালা টেস্ট ক্রিকেটের। সর্বশেষ গেল জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। আর সেই সিরিজ শেষে টেস্টের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত।

একে একে সকল ফরমেটের ক্রিকেট থেকেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। তারপর নতুন অধিনায়কের সন্ধান চালায় টিম ম্যানেজমেন্ট। যেখান থেকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। আর টি-টোয়েন্টির ফরমেটে রাখা হয় লিটন কুমার দাসের নাম। এবার ভাবার সময় এসেছে টেস্ট ফরমেটের নতুন অধিনায়ক নিয়ে।

জানা গেছে টেস্টের নতুন নেতৃত্বে আসতে পারেন পুরনো অভিজ্ঞরাই। বেশ কয়েকজন ক্রিকেটারের নাম আলোচনায় রয়েছে বিসিবির ভেতর। তাদের মধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরমেটের বর্তমান দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের নামও রয়েছে টেস্টের জন্য। এছাড়া তাসকিন আহমেদের নামও শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।



নিশ্চিত হওয়া না গেলেও বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত টেস্টের নতুন অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন লিটন কুমার দাস। টি-টোয়েন্টির পাশাপাশি টেস্টের নেতৃত্বও উঠতে পারে তার হাতে। অবশ্য এখন পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি বোর্ডের ভেতর। আগামী মাসের আয়ারল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে বিসিবিতে চলছে টেস্ট অধিনায়কের আলোচনা।

এই তালিকায় মেহেদী মিরাজের নাম আলোচনায় থাকলেও লিটন দাসের সাম্প্রতিক নেতৃত্ব তাকে এগিয়ে রাখছে এই রেসে। চলতি বছরের মে থেকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থাকবেন লিটন। ইনজুরির কবলে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার আগ পর্যন্ত দলকে দারুন ভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এই সিরিজে বাংলাদেশের নেতৃত্ব নিয়ে। কারো নাম না জানালেও শীঘ্রই তা প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি। আগামী ১১ ও ১৯ নভেম্বর যথাক্রমে সিলেট ও মিরপুরে অনুষ্ঠিত হবে দুটি টেস্ট।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট