Connect with us
ফুটবল

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন যারা

Bangladesh football team
বাংলাদেশ ফুটবল দল। ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে লেগেছে নতুন দিনের হাওয়া। মূলত হামজা চৌধুরীর আগমনের পর ভক্ত সমর্থকদের উন্মাদনা ছাড়িয়ে গেছে সকল কিছুকে। তাকে অনুসরণ করে একে একে বিদেশি লিগে খেলা একাধিক তারকা ফুটবলার পাড়ি জমিয়েছে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলে।

এতে করে সমর্থকদের আগ্রহ বেড়েছে দেশের ফুটবল নিয়ে। এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে পায়ের ঝলক দেখিয়ে সর্বোচ্চ গোল করেছেন কারা, নতুন করে এসব পরিসংখ্যান ঘেঁটে দেখছেন অনেকেই। যে তালিকায় সদ্য বাংলাদেশে আগমন ঘটা হামজা চৌধুরীর নাম রয়েছে ওপরের দিকেই।

চলতি বছরের মার্চ মাসে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন হামজা চৌধুরী। এখন পর্যন্ত লাল সবুজের হয়ে খেলেছেন ৭ ম্যাচ, আর এতেই তিনি করেছেন ৪ গোল। আর এতে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা ফুটবলারদের তালিকার অষ্টম অবস্থানে উঠে এসেছেন এই তারকা মিডফিল্ডার। নিজের মাত্র ষষ্ঠ ম্যাচেই চতুর্থ গোল পেয়েছিলেন হামজা।



বাংলাদেশের ইতিহাসে এত কম ম্যাচ খেলে এর আগে কেউ নিজের চতুর্থ আন্তর্জাতিক গোল পূরণ করতে পারেননি। এমনকি তরুণ তুর্কি শেখ মোরসালিনেরও ৪ গোল করতে খেলতে হয়েছিল ৯টি ম্যাচ। তবে বর্তমান ফুটবলারদের ভেতর সবার উপরেই আছেন মোরসালিন। সম্প্রতি তার গোলেই দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ গোল করার তালিকায় শীর্ষে আছেন জাহিদ এমিলি। ৪৭ ম্যাচে এই সাবেক তারকা করেছেন সবথেকে বেশি ৯ গোল। দ্বিতীয় সর্বোচ্চ সাখাওয়াত হোসেন করেন ১৯ ম্যাচে ৮ গোল। সাবেক আরেক ফুটবলার এনামুল হকের পা থেকে আসে ১৭ ম্যাচে ৭ গোল। তার পাশেই নাম রয়েছে বর্তমান ফুটবলারদের মধ্যে শেখ মোরসালিন।

২২ ম্যাচে মোরসালিনও করেছেন ৭ গোল। এরপর ৪৯ ম্যাচে ৬ গোল করে পঞ্চম স্থানে আছেন রাকিব হোসেন। ষষ্ঠ নম্বরে থাকা তপু বর্মনও সমান ৬ গোল করতে খেলেছেন ৬৫ ম্যাচ। নাবিব নেওয়াজ জীবন করেছেন ৩০ ম্যাচে ৫ গোল। এরপরেই ৭ ম্যাচে ৪ গোল করে অষ্টম স্থানে নাম লিখিয়েছেন হামজা। ভক্তদের আশা, তিনি ভেঙ্গে দেবেন বাকি সবার রেকর্ড।

বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা—

ফুটবলার ম্যাচ গোল
জাহিদ এমিলি ৪৭ ম্যাচ ৯ গোল
সাখাওয়াত হোসেন ১৯ ম্যাচ ৮ গোল
এনামুল হক ১৭ ম্যাচ ৭ গোল
শেখ মোরসালিন ২২ ম্যাচ ৭ গোল
রাকিব হোসেন ৪৯ ম্যাচ  ৬ গোল
তপু বর্মন ৬৫ ম্যাচ ৬ গোল
নাবিব নেওয়াজ জীবন ৩০ ম্যাচে ৫ গোল
হামজা চৌধুরী ৭ ম্যাচ ৪ গোল
মাহবুবুর রহমান ২৭ ম্যাচ ৪ গোল
মোহাম্মদ ইব্রাহিম ৪১ ম্যাচ ৪ গোল

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল