Connect with us
ক্রিকেট

বিপিএল নিলামের আগেই কোন দলে থাকছেন কোন ক্রিকেটার

Bpl draft 2024
বিপিএল ড্রাফট ২০২৪। ছবি- সংগৃহীত

আবারো বাজতে শুরু করেছে নতুন একটি বিপিএল আসরের দামামা। আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএল আসন্ন টুর্নামেন্টের নিলাম। বিগত বেশ কিছু বছরের ড্রাফট আয়োজনের মাধ্যমে ক্রিকেটার বাছাই করা হলেও এবার নিলামের মাধ্যমে পছন্দসই ক্রিকেটার ক্রয়ের কাঠামো পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

তবে নিলামের আগেই প্রতিটি দল সরাসরি দুজন দেশিয় এবং দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে। যার মধ্যে অন্তত একজন করে লোকাল এবং বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এরই মধ্যে টুর্নামেন্ট অংশ নিতে যাওয়া ৬ দল দুজন করে মোট ১২ জন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি সেরে ফেলেছে।

সরাসরি চুক্তিতে ঢাকা ক্যাপিটালস দলভুক্ত করেছে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে। রংপুর রাইডার্স নিয়েছে মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে। সিলেট টাইটান্স দলভুক্ত করেছে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। রাজশাহী ওয়ারিয়র্স নিয়েছে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমকে। নোয়াখালী এক্সপ্রেসে হাসান মাহমুদ ও সৌম্য সরকার এবং চট্টগ্রাম রয়্যালসে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম। 



এছাড়া এখন পর্যন্ত চারটি দল একজন করে বিদেশি ক্রিকেটার দলে নিয়েছে সরাসরি সাইনিংয়ে। সেখানে নোয়াখালী দলে নিয়েছে শ্রীলঙ্কার কুশাল মেন্ডিসকে, ঢাকা ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অ্যালেক্স হেলসকে, সিলেট পাকিস্তানের মোহাম্মদ আমিরকে, চট্টগ্রাম দলভুক্ত করেছে পাকিস্তানি আবরার আহমেদকে।

এরই মধ্যে নিলামের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যেখানে দেশীয় ক্রিকেটারদের মধ্যে নাম রয়েছে ১৬৬ জনের। এছাড়া নিলামে অন্তর্ভুক্তির জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি দল নিলাম থেকে কমপক্ষে ১২ জন দেশি ও ২ জন বিদেশি ক্রিকেটার নিতে বাধ্য।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট