আগামী বছর পরপর বসছে দুটো বিশ্বকাপের আসর। ফুটবলের ৪৮ দলের বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, আর তার ঠিক চার মাস আগে ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি–টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। দুই টুর্নামেন্টেই অংশ নিচ্ছে মাত্র সাতটি দেশ দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা
ফুটবল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অবস্থান ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও ইউরোপিয়ান প্লে–অফ ‘ডি’–জয়ী দল। ক্রিকেট বিশ্বকাপে তারা পড়েছে ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাতের বিপক্ষে খেলবে প্রোটিয়ারা।
কানাডা
ফুটবলে কানাডা আছে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ কাতার, সুইজারল্যান্ড ও ইউরোপিয়ান প্লে–অফ ‘এ’–এর বিজয়ী দল। ক্রিকেট বিশ্বকাপেও কানাডা ‘ডি’ গ্রুপে, দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে খেলবে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও আরব আমিরাতের বিপক্ষে।
যুক্তরাষ্ট্র
ফুটবলে যুক্তরাষ্ট্র ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান প্লে–অফ ‘সি’–তে চূড়ান্ত হওয়া দল। ক্রিকেট বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘এ’ গ্রুপে। সেখানে রয়েছে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
অস্ট্রেলিয়া
ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেলবে ‘ডি’ গ্রুপে। ক্রিকেট বিশ্বকাপে তারা রয়েছে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান প্রতিপক্ষ।
নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস ফুটবলে ‘এফ’ গ্রুপে জাপান, তিউনিশিয়া ও ইউরোপিয়ান প্লে–অফ ‘বি’–জয়ী দল প্রতিপক্ষ। ক্রিকেট বিশ্বকাপের ‘এ’ গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।
নিউজিল্যান্ড
ফুটবলে নিউজিল্যান্ডের অবস্থান ‘জি’ গ্রুপে বেলজিয়াম, মিসর ও ইরানের বিরুদ্ধে খেলবে তারা।ক্রিকেট বিশ্বকাপে তারা ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাতকে মোকাবিলা করতে হবে।
ইংল্যান্ড
ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড আছে ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা প্রতিপক্ষ। ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালের সঙ্গে খেলবে।
এছাড়া আরও বাড়তে পারে দুই বিশ্বকাপে খেলা দেশের সংখ্যা। ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে এখনো নিশ্চিত হয়নি ৬ দল। ইউরোপিয়ান প্লে–অফ শেষে তালিকা চূড়ান্ত হবে। এই প্লে–অফে আছে ইতালি, নর্দান আয়ারল্যান্ড ও জ্যামাইকা তিন দেশই ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে সরাসরি যুক্ত। ইতালি ও আয়ারল্যান্ড এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলছে। জ্যামাইকা আলাদা দল হিসেবে নেই, তবে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে জ্যামাইকান ক্রিকেটার আছেন। ফলে প্লে–অফের মাধ্যমে তারা বিশ্বকাপ নিশ্চিত করলে এই সংখ্যা আরও বাড়তে পারে, যদিও সর্বোচ্চ ৯–এর বেশি হবে না। কারণ, ইতালি ও আয়ারল্যান্ড একই প্লে–অফ গ্রুপে, যেখানে আরও আছে ওয়েলস ও বসনিয়া–হার্জেগোভিনা। চার দলের মধ্যে একজনই যাবে মূল পর্বে।
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৫/টিএ