
ঘরোয়া ফুটবলের ২০২৫-২৬ মৌসুমের দলবদল শুরু হয়েছে ১ জুন। তবে দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কোনো ক্লাব আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় নিবন্ধন করেনি।
ঘরোয়া ফুটবলের ২০২৫-২৬ মৌসুমের দলবদল শুরু হয়েছে ১ জুন। তবে দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কোনো ক্লাব আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়
এ যেন বছরের পর বছর ধরে চলা এক চিরচেনা চিত্র।
এবার দলবদলের সবচেয়ে বড় খবর– চ্যাম্পিয়ন মোহামেডানের আর্থিক সংকট এবং দলের মূল তারকা সোলেমান দিয়াবাতের বিদায়। তিনি এখন নতুন মৌসুমে খেলবেন আবাহনীর হয়ে।
তার জায়গায় মোহামেডান দলে নিয়েছে রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটেংকে- যিনি গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা।
এদিকে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। গত মৌসুমে আবাহনী ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নে। কিন্তু এবার কোন ক্লাবে খেলবেন, তা এখনও নিশ্চিত নয়।
ব্রাদার্স ম্যানেজার আমের খান জানিয়েছেন- শেষ দিনেও যদি অন্য কোথাও যাওয়ার কথা বলে, জামাল যেতে পারবেন। ব্রাদার্সের দরজা তার জন্য খোলা।
তিন প্রধান ক্লাব মোহামেডান, আবাহনী ও বসুন্ধরা কিংস- কেউই এই মিডফিল্ডারকে নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি।
দলবদলের সময় যতই থাকুক, নাটক জমে শেষ দিকেই। এই মৌসুমেও শেষরাতের উত্তেজনাই হয়তো নির্ধারণ করবে ঘরোয়া ফুটবলের পরবর্তী মানচিত্র।
ক্রিফোস্পোর্টস/৩ আগস্ট২৫/এসএ/এনজি
