Connect with us
ফুটবল

জুনে সান্তোসের সাথে চুক্তি শেষে নেইমারের গন্তব্য কোথায়?

Neymar Jr in Santos FC
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম হতভাগা ফুটবলার বলাই যায় নেইমার জুনিয়রকে। ক্যারিয়ারের বড় একটা সময় তিনি কাটিয়েছেন ইনজুরি থেকে সরে উঠতেই। বর্তমানে তার মূল লক্ষ্য আসন্ন ২০২৬ বিশ্বকাপ। আর তাই নিজেকে প্রস্তুত করতে দেশের ক্লাব সান্তোসে পাড়ি জমিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।

ইনজুরির জর্জরিত নেইমারকে নিয়মিত খেলাতে আগ্রহ প্রকাশ না করায় সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে আর চুক্তি নবায়ন করেননি তিনি। নিয়মিত খেলার সুযোগ পাওয়ার আশায় শৈশবের ক্লাব সান্তোসে চলতি বছরের ৩১ জানুয়ারি যোগ দেন নেইমার। প্রাথমিকভাবে দলটির সঙ্গে ছয় মাসের চুক্তি হয় তার।

অবশ্য এর মাঝেও ইনজুরির কারণে অনেকটা সময় দলের বাইরে ছিলেন তিনি। এখনো তিনি চোট আক্রান্ত। এদিকে আগামী ৩০ জুন সান্তোসের সঙ্গে সমাপ্ত হবে নেইমারের চুক্তি। সবকিছু ঠিক থাকলে দলটির হয়ে চুক্তি শেষ হওয়ার আগে আরো দুই ম্যাচ মাঠে নামবেন এই ব্রাজিলিয়ান তারকা।

আরও পড়ুন:

» দুবাই থেকে আজই বাংলাদেশে ফিরছেন নাহিদ-রিশাদরা

» এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের সময়সূচি

তবে সান্তোস নেইমারের এজেন্টদের জানিয়েছে, এখনই তার সঙ্গে সম্পর্ক শেষ করতে চায় না দলটি। নতুন করে চুক্তিনবায়নের আশা প্রকাশ করেছে তারা। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোন জবাব দেননি নেইমার। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, নেইমারেরও ইচ্ছা রয়েছে শৈশবের এই দলটিতে থেকে যাওয়ার।

মূলত, বিশ্বকাপের আগে নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত করতে এর থেকে ভালো জায়গা হয়তো তিনি আর পাবেন না। যেখানে পূর্ণ সময় তিনি মাঠে থেকেই দলকে সার্ভিস দিতে পারবেন। তবে অন্য কোন দলে ইনজুরি জর্জিরত ফুটবলারকে নিয়মিত মাঠে নামানো হবে কিনা তা নিয়েও থাকবে সংশয়।

বর্তমানে বাঁ থাইয়ের পেশিতে চোট নিয়ে দলের বাইরে আছেন নেইমার। যা থেকে সেরে উঠতে সময় লাগছে প্রত্যাশার চেয়েও বেশি। সান্তোসের মেডিকেল টিম আশা করছে, মে মাসের শেষ নাগাদ অনুশীলনে ফিরবেন তিনি। এরপর জুনের শুরুতে বোটাফোগো এবং মাঝামাঝিতে ফোর্তালেজার বিপক্ষে মাঠে ফিরতে পারেন নেইমার।

ক্রিফোস্পোর্টস/১০মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল