
ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলতি বছরের ২২ সেপ্টেম্বর প্যারিসের ঐতিহাসিক থিয়েটার দ্য শাটলে অনুষ্ঠিত হবে।
আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এবং উয়েফা জানিয়েছে, ৬৯ তম ডি’অর এ এবারই প্রথমবারের মতো পুরুষ ও মহিলা ফুটবলারদের জন্য সমান সংখ্যক পুরস্কার প্রদান করা হবে।
এই বছর আরও কিছু নতুন বিভাগ যুক্ত হয়েছে। বিশেষ করে নারীদের ফুটবলে গুরুত্ব বাড়াতে ‘সেরা নারী গোলরক্ষক’, ‘সেরা উদীয়মান নারী ফুটবলার’ এবং ‘সর্বোচ্চ গোলদাতা নারী ফুটবলার’ ক্যাটাগরিগুলো নতুনভাবে চালু করা হয়েছে।
আরও পড়ুন
» বাফুফের বল পার্টনার জাপানিজ প্রতিষ্ঠান, বাঁচবে দেড় কোটি টাকা
» জানা গেল পারভেজ ইমনের বাদ পড়ার কারণ
ফলে পুরুষ ও নারীদের জন্যই এবার থাকছে ছয়টি করে পুরস্কার।
ফুটবলে কৃতিত্ব ছাড়াও সমাজে সংহতি এবং মানবিক কাজের স্বীকৃতি দিতে একজন পুরুষ অথবা নারী ফুটবলারকে প্রদান করা হবে ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’।
The 6️⃣9️⃣th ceremony of the Ballon d’Or
📍 Paris, Théâtre du Châtelet
📅 September, 22nd 2025@UEFA #ballondor pic.twitter.com/6fkV7BhUNT
— Ballon d’Or (@ballondor) May 19, 2025
এবারের ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে আগস্টের শুরুর দিকে।
গত বছরের ব্যালন ডি’অর ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। রিয়াল মাদ্রিদ ক্লাব এই অনুষ্ঠান বয়কট করে, কারণ তাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র সেরা ফুটবলারের পুরস্কার না পাওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করে। ওই বছর পুরস্কার জিতেছিলেন ম্যাঞ্চেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/এসএ
