আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠবে আগামী বছরের ১১ জুন। ইতোমধ্যে এই টুর্নামেন্ট সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেছে বিশ্বকাপের ড্র। আর সেখানেই জানা গেছে কোন গ্রুপে কার প্রতিপক্ষ হিসেবে থাকছে কোন দল। এরপরই গতকাল আনুষ্ঠানিকভাবে সকল ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে ফিফা।
৪৮ জাতির এই বিশ্বকাপে ১২টি ভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। যেখানে প্রতিটি গ্রুপে পড়েছে চারটি করে দল। গ্রুপ পর্বের সকল দল খেলার সুযোগ পাবে তিনটি করে ম্যাচ। যেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সকল গ্রুপের মধ্যকার সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল খেলার সুযোগ পাবে রাউন্ড অব-৩২ এ।
বিশ্বকাপের ‘জে’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। অপরদিকে ব্রাজিল জায়গা পেয়েছে ‘সি’ গ্রুপে। ড্র থেকে ব্রাজিলের চেয়ে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে আলবিসিলেস্তেরা। গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে থাকছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অপরদিকে আর্জেন্টিনার গ্রুপে থাকছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
ফিফা বিশ্বকাপে ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর নিজেদের পরবর্তী ম্যাচে ২২ জুন রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে দলটি। তার গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৮ জুন সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে।
বিশ্বকাপে ১৪ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ২০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে সকাল ৭টায় হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৫ জুন ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দলটি।
আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচের সময়সূচি—
| তারিখ | ম্যাচ | সময় |
| ১৪ জুন | ব্রাজিল-মরক্কো | ভোর ৪টা |
| ১৭ জুন | আর্জেন্টিনা-আলজেরিয়া | সকাল ৭টা |
| ২০ জুন | ব্রাজিল-হাইতি | সকাল ৭টা |
| ২২ জুন | আর্জেন্টিনা-অস্ট্রিয়া | রাত ১১টা |
| ২৫ জুন | ব্রাজিল-স্কটল্যান্ড | ভোর ৪টা |
| ২৮ জুন | আর্জেন্টিনা-জর্ডান | সকাল ৮টা |
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/এফএএস