
আরও একবার শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন আসর। আজ রাতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাগস। আর এবারও বৈশ্বিক এই ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। যারা হয়েছিলেন গেল আসরের চ্যাম্পিয়ন।
এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে পাঁচ দল। যেখানে রংপুর রাইডার্স ছাড়াও থাকছে সেন্ট্রাল স্ট্যাগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস ও দুবাই ক্যাপিটালস। গেল বারের দল হ্যাম্পশায়ার, লাহোর কালান্দার্স ও ভিক্টোরিয়া এবার খেলছে না জিএসএলে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।
অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষে থাকা দুই দল ১৮ জুলাই মুখোমুখি হবে ফাইনালে। নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামবে রংপুর রাইডার্স। আর দ্বিতীয় ম্যাচে ১৩ জুলাই হোবার্ট হারিকেন্সের বিপক্ষে খেলবে নুরুল হাসান সোহানের দল।
আরও পড়ুন:
» রাতে সাকিবের দলের খেলা, ম্যাচটি দেখবেন যেভাবে
» আজ প্রথম টি-টোয়েন্টিতে জয়ের ছন্দে ফিরতে চায় বাংলাদেশ
নিজেদের তৃতীয় ম্যাচে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে রংপুরের। আর চতুর্থ এবং লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নামবে রংপুর। টুর্নামেন্ট শুরুর আগে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেছেন সকল দলের অধিনায়ক।
তারিখ | ম্যাচ | সময় |
১১ জুলাই | রংপুর রাইডার্স বনাম গায়ানা ওয়ারিয়র্স | ভোর ৫টায় খেলা |
১৩ জুলাই | রংপুর রাইডার্স বনাম হোবার্ট হারিকেন্স | রাত ৮টায় খেলা |
১৬ জুলাই | রংপুর রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালস | রাত ৮টায় খেলা |
১৭ জুলাই | রংপুর রাইডার্স বনাম সেন্ট্রাল স্ট্যাগস | রাত ৮টায় খেলা |
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এফএএস
