Connect with us
ফুটবল

মেসি নেইমার ও এমবাপ্পে একসঙ্গে কবে নামবেন, জানা গেল

মেসি, নেইমার ও এমবাপ্পে। ছবি- গুগল

বিশ্বকাপ হয়েছে, এর রেশও অনেকটা কেটে গেছে। এবার বিশ্বকাপের পর প্রথমবারের মতো রেনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে একসঙ্গে মাঠে নামছেন পিএসজির তিন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি, এমবাপ্পে এবং নেইমার। এই ৩ জনই বিশ্বকাপে নিজ দেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন।

এদিকে কাতার থেকে এসে দশ দিনের ছুটি শেষে বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন এমবাপ্পে। এর আগে অবশ্য বিশ্বকাপের পরপরই দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। এরপরই ছুটি কাটাতে নিউইয়র্কে যান এই ফরাসি।

এছাড়া গত বুধবার অঁজের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে বিশ্বকাপের শিরোপা জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামেন মেসি। মাঠে নেমেই গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় পিএসজি।



অপরদিকে রবিবার (১৫ জানুয়ারি) একসঙ্গে পিএসজির জার্সি গায়ে মাঠে নেমে নিজেদের প্রমাণ করাই এখন মূল চ্যালেঞ্জ। কেননা এই তিনজনের পারফরমেন্সের ওপরই পিএসজির মৌসুমের দ্বিতীয় ভাগের ভাগ্য নির্ভর করছে।

বর্তমানে লেন্সের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। কিন্তু একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগই এখন পিএসজির সামনে মূল টার্গেট। গ্রুপ পর্বের সেরা স্থান দখলে ব্যর্থ হওয়া ক্রিস্টোফার গালটিয়ারের দল শেষ ১৬তে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ১৪ ফেব্রুয়ারি প্রথম লেগে মাঠে নামবে।

গালটিয়ার বলেন, ৩৫ বছর বয়সী মেসি এই মুহূর্তে বেশ ফুরফুরে মেজাজে আছেন, শারিরীকভাবেও তিনি বেশ ফিট রয়েছেন। গত মাসে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মত অঁজের বিরুদ্ধে মাঠে নেমে মেসি সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন।

এদিকে হ্যাটট্রিক করে ফ্রান্সকে বিশ্বকাপের শিরোপা জেতাতে না পারা এমবাপ্পেও প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের জন্য মুখিয়ে রয়েছেন। নেইমার যদিও বিশ্বকাপে ব্যর্থতার দায়ভার নিয়েই দেশে ফিরেছেন। কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে পরাজিত হয়ে ব্রাজিল বিদায় নিয়েছিল। পরে স্ট্রসবার্গের বিরুদ্ধে কাতার বিশ্বকাপের পর পিএসজির প্রথম ম্যাচে নেইমার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল