
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী জুনে ঘরের মাটিতে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এক রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় দেশের ফুটবল সমর্থকেরা।
লাল-সবুজের জার্সিতে হামজা চৌধুরির অভিষেকের পর দেশের ফুটবল যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। হামজার পর বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহ দেখিয়েছেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে জুনেই অভিষেক হতে যাচ্ছে আরও দুই ফুটবলারের। এরা হলেন- কানাডা প্রবাসী সামিত সোম এবং ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম।
গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটে হামজার। তবে ম্যাচটি ছিল ভারতের মাটিতে। তাই ঘরের মাটিতে এখনও অভিষেকের অপেক্ষায় হামজা। আসন্ন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলারের।
আরও পড়ুন :
» ৪২৭ রান তাড়া করতে নেমে ২ রানে অলআউট
» দুটি প্রীতি ম্যাচ খেলতে জর্ডান গেল বাংলাদেশ দল
আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন জামালরা। এই ম্যাচগুলো সামনে রেখে ৩০ মে থেকে হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এই ক্যাম্পে শুরু থেকেই পাওয়া যাবে ফাহমিদুলকে। তবে হামজা ও সামিত পরে যোগ দেবেন।
বাফুফে সূত্রে জানা গেছে, আগামী ২৮ মে ঢাকায় আসবেন ফাহমিদুল। এরপর ২ জুন ঢাকায় আসবেন হামজা। একদিন পর ৩ জুন ঢাকায় পা রাখবেন অভিষেকের অপেক্ষায় থাকা সামিত।
হামজার সঙ্গে সামিত-ফাহমিদুলদের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাদের হাত ধরেই দেশের ফুটবলকে ঘিরে নতুন স্বপ্ন বুনছে লাল-সবুজের সমর্থকেরা।
ক্রিফোস্পোর্টস/২৬মে২৫/বিটি
