
এপ্রিলের ১১ তারিখ আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন কানাডা প্রবাসী সামিত সোম। তারপর থেকেই তাকে দলে পেতে তোরজোর শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবশেষ গতকাল বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছন এই প্রবাসী ফুটবলার।
এরই মধ্যে সামিতের জন্ম নিবন্ধন তৈরির কাজ সম্পন্ন করেছে বাফুফে। সেই জন্ম নিবন্ধন ও সামিতের বাংলাদেশের হয়ে খেলার ডিক্লারেশন দিয়ে বাফুফে আবেদন করলে, কানাডা ফুটবল ফেডারেশন তাকে খেলানোর জন্য ছাড়পত্র দেয়। এবার পাসপোর্টের জন্য বায়োমেট্রিক ও ছবি তোলাসহ যাবতীয় কাজ শেষ করেছেন সামিত।
তার পাসপোর্টের কাজ সম্পন্ন হলে সকল ডকুমেন্ট নিয়ে ফিফার কাছে আবেদন করবে বাফুফে। সেখান থেকে ফিফার সবুজ সংকেত পেলে তবেই লাল-সবুজের জার্সিতে খেলার সুযোগ পাবেন সামিত।
আরও পড়ুন:
» হার্দিকের কপালে ৭ সেলাই, কী ঘটেছিল তার সাথে?
» লা লিগায় বার্সেলোনার ম্যাচসহ আজকের খেলা (৩ মে ২৫)
এদিকে বাফুফে চায় আগামী জুনে সিঙ্গাপুর ম্যাচেই এই ফুটবলারকে বাংলাদেশ দলে খেলাতে। যেহেতু সেই ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ জুন, তাই অন্তত ৩ জুনের মধ্যে ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে বাফুফেকে। কেননা এশিয়ান ফুটবলের নিয়ম অনুযায়ী ম্যাচের সাত দিন আগে প্লেয়ার নিবন্ধন করতে হবে দলগুলোকে।
উল্লেখ্য, এর আগে হামজা চৌধুরীকে খেলানোর সকল প্রক্রিয়া শেষে ফিফার ছাড়পত্র পেতে বাফুফের সময় লেগেছিল প্রায় চার মাস। এবার দুই মাসেরও কম সময় পেয়েছে বাফুফে। ১০ জুনের ম্যাচে সামিতকে খেলাতে তাই কোন প্রক্রিয়াগত ভুল করতে চায় না সংশ্লিষ্টরা।
ক্রিফোস্পোর্টস/৩মে২৫/এফএএস
