
২০২২ সালে প্রথমবারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হয় ‘ফিনালিসিমা’। মূলত ২০২০ ইউরো ও ২০২১ কোপা আমেরিকা টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্টে, যেখানে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়বারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিনালিসিমা’।
এবারের ‘ফিনালিসিমা’ আয়োজন নিয়ে শুরুতে কিছুটা শঙ্কা ছিল। অবশেষে শঙ্কা কাটিয়ে ‘ফিনালিসিমা’ মাঠে গড়ানোর সময় জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সব ঠিক থাকলে আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে পারে বহুল প্রত্যাশিত এই ম্যাচ।
সোমবার (২৮ জুলাই) ২০২৬ মৌসুমের প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে কনমেবল। আর সেখানেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ফিনালিসিমা’ অনুষ্ঠিত হওয়ার সময় জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন:
» চেলসি ছেড়ে রোনালদোর দলে যোগ দিলেন পর্তুগিজ তারকা
» ২০২৬ নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি
আগামী বছর মার্চের মাসের তৃতীয় সপ্তাহে ২০২৪ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফিনালিসিমা অনুষ্ঠিত হবে। তবে এখনও ম্যাচটির ভেন্যু নির্ধারিত হয়নি। ম্যাচটির সম্ভাব্য ভেন্যু হিসেবে রয়েছে আমেরিকা। তবে সৌদি আরব ও কাতার ও এই ম্যাচটি আয়োজনের আগ্রহ জানিয়েছে।
২০২৪ কোপা আমমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিল মেসি-মার্টিনেজদের আর্জেন্টিনা। একই সময়ে অনুষ্ঠিত ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল লামিন-পেদ্রিদের স্পেন।
মূলত মেসি ও লামিনের মধ্যকার লড়াই দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা। তাই এবারের ‘ফিনালিসিমা’ নিয়ে সমর্থকের আগ্রহও তুঙ্গে। তবে শুরুতে ম্যাচটির আয়োজন নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সব বাধা পেরিয়ে আগামী মার্চে একই মঞ্চে দেখা যেতে পারে বার্সেলোনার সাবেক ও বর্তমান দুই তারকাকে।
ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৫/বিটি
