
আজ (১৪ অক্টোবর) দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে ভারত। সিরিজ জয়ের মাধ্যমে ২০২৫–২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) সাতটি ম্যাচ খেললো ভারত। সাত ম্যাচের মধ্যে চারটিতে জয়, একটিতে ড্র এবং দুটিতে পরাজিত হয়েছে ভারত।
দেশের মাটিতে লাল বলে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় করেছে এশীয় পরাশক্তি ভারত। সিরিজ জয়ের মাধ্যমে ডব্লিউটিসিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। বছরের শুরুতে দলকে ডব্লিউটিসি ফাইনালে তুলতে না পেরে টেস্ট ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে গৌতম গম্ভীরের সঙ্গে নতুন অধ্যায় শুরু করেছেন শুভমন গিল।
ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হয় গৌতম ও শুভমনের নতুন অধ্যায়। তবে ২-২ ব্যবধানে সিরিজ শেষ হলে আশানুরূপ ফল পায়নি ভারত। তবে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়াবে শুভমনদের। কারণ, তাদের সামনে আসছে আরও কঠিন টেস্ট সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ভারত সফর করবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় আগামী কয়েক সপ্তাহ খেলতে হবে ভারতকে। অস্ট্রেলিয়ার সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সফর শেষ করে ৮ নভেম্বর দেশে ফিরবে ভারত। দেশে ফিরে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ খুবই কম। কারণ ১৪ নভেম্বর থেকে ভারত দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে, ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/এনজি
