চলতি বছরের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় পিএসএলের দশম আসরের প্লেয়ার ড্রাফট। সেখানে অংশ নিয়েছিলেন ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে—তরুণ পেসার নাহিদ রানা, উইকেট কিপার ব্যাটার লিটন দাস ও রিশাদ হোসেন দল পেয়েছেন। পেশোয়ার জালমি ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে ৬০ লাখ টাকায় দলে নেয় তরুণ পেসার নাহিদ রানাকে। এছাড়া ‘সিলভার’ ক্যাটাগরি থেকে করাচি কিংস লিটন দাসকে ও লাহোর কালান্দার্স লেগ স্পিনার রিশাদ হোসেনকে স্কোয়াডে ভেড়ায়।
এদিকে ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত চলবে এবারের পিএসএল। মোট ৩৪টি ম্যাচ হবে টুর্নামেন্টজুড়ে, যার মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, যেখানে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স।
আরও পড়ুন
» পিএসএলে কবে যোগ দিচ্ছেন বাংলাদেশি তিন ক্রিকেটার
বাংলাদেশি ক্রিকেটাররা কে কোন দলে
| নাহিদ রানা | পেশোয়ার জালমি |
| লিটন দাস | করাচি কিংস |
| রিশাদ হোসেন | লাহোর কালান্দার্স |
বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ কবে কখন?
| তারিখ | ক্রিকেটার | দল | প্রতিপক্ষ | সময় |
| ১১ এপ্রিল | রিশাদ হোসেন | লাহোর কালান্দার্স | ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৯টা |
| ১২ এপ্রিল | নাহিদ রানা | পেশোয়ার জালমি | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | বিকেল ৩টা |
| ১২ এপ্রিল | লিটন দাস | করাচি কিংস | মুলতান সুলতান | রাত ৮টা |
| ১৩ এপ্রিল | রিশাদ হোসেন | লাহোর কালান্দার্স | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | ৮টা |
| ১৪ এপ্রিল | নাহিদ রানা | পেশোয়ার জালমি | ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮টা |
| ১৫ এপ্রিল | লিটন দাস ও রিশাদ হোসেন | করাচি কিংস | লাহোর কালান্দার্স | রাত ৮টা |
| ১৮ এপ্রিল | লিটন দাস | করাচি কিংস | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | ৮টা |
| ১৯ এপ্রিল | নাহিদ রানা | পেশোয়ার জালমি | মুলতান সুলতান | ৮টা |
| ২০ এপ্রিল | লিটন দাস | করাচি কিংস | ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮টা |
| ২১ এপ্রিল | লিটন দাস ও নাহিদ রানা | করাচি কিংস | পেশোয়ার জালমি | রাত ৮টা |
| ২২ এপ্রিল | রিশাদ হোসেন | লাহোর কালান্দার্স | মুলতান সুলতান | রাত ৮টা |
| ২৪ এপ্রিল | রিশাদ হোসেন ও নাহিদ রানা | লাহোর কালান্দার্স | পেশোয়ার জালমি | রাত ৮টা |
| ২৫ এপ্রিল | লিটন দাস | করাচি কিংস | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | রাত ৮টা |
| ২৬ এপ্রিল | রিশাদ হোসেন | লাহোর কালান্দার্স | মুলতান সুলতান | রাত ৮টা |
| ২৭ এপ্রিল | নাহিদ রানা | পেশোয়ার জালমি | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | রাত ৮টা |
| ৩০ এপ্রিল | রিশাদ হোসেন | লাহোর কালান্দার্স | ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮টা |
| ১ মে | লিটন দাস | করাচি কিংস | মুলতান সুলতান | বিকেল ৩টা |
| ১ মে | রিশাদ হোসেন | লাহোর কালান্দার্স | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | রাত ৮টা |
| ২ মে | নাহিদ রানা | পেশোয়ার জালমি | ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮টা |
| ৪ মে | রিশাদ হোসেন ও লিটন দাস | লাহোর কালান্দার্স | করাচি কিংস | রাত ৮টা |
| ৫ মে | নাহিদ রানা | পেশোয়ার জালমি | মুলতান সুলতান | রাত ৮টা |
| ৮ মে | নাহিদ রানা ও লিটন দাস | পেশোয়ার জালমি | করাচি কিংস | রাত ৮টা |
| ৯ মে | নাহিদ রানা ও রিশাদ হোসেন | পেশোয়ার জালমি | লাহোর কালান্দার্স | রাত ৮টা |
| ১০ মে | লিটন দাস | করাচি কিংস | ইসলামাবাদ ইউনাইটেড | রাত ৮টা |
১৩ মে থেকে মাঠে গড়াবে প্লে অফের ম্যাচ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ মে রাত ৮টায়।
ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৫/এসএ
