
আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। হামজা ও শমিত সোমকে রেখেই চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি। সোমবার জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন হামজা চৌধুরী, শমিত সোম আসবেন মঙ্গলবার।
আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। বাছাইপর্বে টিকে থাকার ম্যাচে অনুশীলনের প্রাথমিক ক্যাম্পে ৩০ জন খেলোয়াড়কে ডেকেছেন স্প্যানিশ কোচ হ্যাবিয়েল ক্যাবরেরা। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী যোগ দেবেন সোমবার এবং কানাডা প্রবাসী শমিত সোম যোগ দেবেন মঙ্গলবার।
বাছাইপর্বে দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। আগের দুই ম্যাচে দুই রকম ফল এসেছে দুই দলের। দুই ম্যাচের একটিতে ড্র, অন্যটিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। অপরদিকে দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে বাংলাদেশে আসছে হংকং। বাংলাদেশ থেকে ইতিবাচক ফল নিয়ে যেতে পারলে এশিয়া কাপে ওঠার দৌড়ে এগিয়ে থাকবে হংকং। বাংলাদেশের কাছেও ম্যাচটা গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরের সঙ্গে প্রথম ম্যাচে পরাজয়ের পর এশিয়া কাপে টিকে থাকার পথটা বেশ কঠিন হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে তিনটি ম্যাচের প্রথমটিতেই পরাজিত হয়েছে জামালের দল।
দুই ম্যাচে ৫ পয়েন্ট হারানোর পর এশিয়া কাপে টিকে থাকার পথটা বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আশা বাঁচিয়ে রাখতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। অধিনায়ক জামাল ভূঁইয়া তাই এই ম্যাচটিকে ‘ডু অর ডাই’ ম্যাচ বলে আখ্যায়িত করেছেন।
এদিকে চতুর্থবারের মতো লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন হামজা চৌধুরী। এ বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর। এরপর খেলেন ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে। গোলও করেন ভুটানের বিপক্ষে।
দ্বিতীয়বারের মতো বাংলাদেশের হয়ে খেলবেন শমিত সোম। বাংলাদেশের হয়ে শমিতের অভিষেক হয়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে।
এবার হংকংয়ের বিপক্ষে অভিষেক হতে পারে আরেক প্রবাসী ফুটবলারের। যুক্তরাষ্ট্র প্রবাসী এই খেলোয়াড়ের নাম জায়ান আহমেদ। অনূর্ধ্ব–২৩ দলের হয়ে খেলা এই জায়ান জায়গা পেয়েছেন জাতীয় দলের ৩০ জনের তালিকায়। তিনি চূড়ান্ত দলেও থাকবেন বলে ধারণা করা যায়।
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/এনজি
