
ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশের চলমান অস্থিরতার জেরে স্থগিত হয়েছে আইপিএল। আজ দুপুরে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়। পরবর্তীতে একাধিক বিসিসিআই কর্মকর্তা আইপিএল স্থগিতের বিষয় নিশ্চিত করেছেন।
আইপিএলে চলমান ছিল লিগ পর্বের শেষ দিকের খেলা। যেখানে এখনও বাকি ১২ ম্যাচ। কী হবে এই টুর্নামেন্টের ভবিষ্যৎ তা নিয়ে উঠছে প্রশ্ন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী দুটি সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিভিন্ন গণমাধ্যম বলছে, টুর্নামেন্টের বাকি অংশ সরিয়ে নেওয়া হতে পারে দক্ষিণ আফ্রিকায়। তবে বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে ক্রিকেট বোর্ডে। ভিন্ন আরেকটি সিদ্ধান্ত আসতে পারে। সেই অনুযায়ী টুর্নামেন্টের বাকি অংশ ভারতে অনুষ্ঠিত হতে পারে সেপ্টেম্বর মাসের দিকে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে।
আরও পড়ুন:
» আইপিএল : পাঞ্জাব-দিল্লির ম্যাচ মাঝপথে পরিত্যক্ত ঘোষণা
» এসএসসি পরীক্ষা বাদ দিয়ে শ্রীলঙ্কা সফর, কেমন খেললেন আজিজুল?
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আইপিএলের বাকি অংশ কবে-কখন-কোথায় হতে পারে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। জরুরী বৈঠকে আপাতত টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে বাকি অংশ নিয়ে আলোচনা চলছে, দ্রুতই হয়তো কোন সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন সময় ভারতের বিভিন্ন অংশে পাকিস্তান হামলা চালিয়েছে বলে দাবি করে দেশটি। ফলে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আলো নিবিয়ে দেওয়া হয়। ধর্মশালা স্টেডিয়ামেও ফ্লাডলাইট নিভে যায়। সেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দর্শকদের নিরাপদে ফিরে যেতে বলা হয়।
ক্রিফোস্পোর্টস/৯মে২৫/এফএএস
