Connect with us
ক্রিকেট

সোহান – শরিফুলের ইনজুরি নিয়ে যা জানা গেল

সোহান ও শরিফুল
সোহান ও শরিফুল। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান নুরুল হাসান সোহান। একই ম্যাচে চোটে পড়েছেন শরিফুল ইসলামও।

চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই উইকেটকিপার-ব্যাটারকে। চোট পাওয়ার পরই স্থানীয় এক হাসপাতালে সোহানের সেই পায়ের গোড়ালির এক্সরে করানো হয়। সেটার ফলাফল হাতে পেয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। যা কিছুটা ইতিবাচক, যদিও পায়ে ব্যান্ডেজ নিয়েই অবস্থান করছেন তিনি।

বিসিবির মেডিকেল বিভাগের মতে, সোহানের এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। আগামীকাল আবারো তার পা দেখবেন চিকিৎসকরা, এরপর বিস্তারিত জানা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে। মূলত লিগামেন্টে আঘাত পেয়েছেন সোহান।



এদিকে সোহানের মতো সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোটে পড়েছিলেন পেসার শরিফুল ইসলামও। হ্যামস্ট্রিংয়ের আঘাত পান তিনি। আজ এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন শরিফুল। জানা গেছে টিআরওয়ান ইনজুরি তার, যাকে গ্রড ওয়ান বলা হয়ে থাকে। সেক্ষেত্রে ৭ থেকে ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি।

এমন পরিস্থিতিতে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে সোহান কে। তবে শরিফুল দ্রুতই মাঠে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট