Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে বিবৃতি দিয়ে যা জানালো আইসিসি

ICC
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ছবি- সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতায় এবার কঠোর অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবারের সভা শেষে আইসিসি স্পষ্ট জানিয়েছে, ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

সভা শেষে আইসিসির একজন মুখপাত্র এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, তারা স্বাধীন নিরাপত্তা সংস্থা ও আয়োজক কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিত যাচাই করেছেন।



বিবৃতিতে আইসিসি জানায়, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। তা সত্ত্বেও বিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিসিবি তাদের টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি একজন খেলোয়াড়ের একটি ঘরোয়া লিগে (আইপিএল) অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত করছে। আইসিসির মতে, এর সাথে বিশ্বকাপের নিরাপত্তা বা অংশগ্রহণের শর্তাবলির কোনো সম্পর্ক নেই।

বিসিবি ভারতের বদলে অন্য কোথাও ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও তা নাকচ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে, বস্তুনিষ্ঠ হুমকির অনুপস্থিতিতে ফিক্সচার স্থানান্তর করা সম্ভব নয়। এটি করা হলে তা বিশ্বের অন্যান্য দল ও ভক্তদের জন্য লজিস্টিক জটিলতা তৈরি করবে এবং আইসিসি শাসনের নিরপেক্ষতা ও অখণ্ডতাকে ক্ষুণ্ণ করবে।

আইসিসি বাংলাদেশকে তাদের আগের অবস্থান থেকে ফিরে আসার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় দিয়েছে। অর্থাৎ, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে আগের নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই যেতে হবে। কোনো কারণে বাংলাদেশ না খেলার সিদ্ধান্তে অটল থাকলে, তাদের জায়গায় ‘সি’ গ্রুপে সুযোগ পাবে স্কটল্যান্ড।

বর্তমানে বাংলাদেশের সূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। আইসিসি জানিয়ে দিয়েছে, সব দেশের জন্য নিয়ম সমান এবং বাংলাদেশকেও সেই নিয়ম মেনেই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৬/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট