Connect with us
ক্রিকেট

বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ

What the head coach said about the criticism of the Bangladesh team
ফিল সিমন্স। ছবি- সংগৃহীত

বাংলাদেশ দল কোনো দলের বিপক্ষে জয় পেলে প্রশংসায় ভাসায় দর্শকেরা। একইভাবে হেরে গেলেও অনেক সমালোচনা হয় টাইগারদের নিয়ে। তবে তুলনামূলক নীচু সারির দলগুলোর কাছে হারলে বড় সমালোচনার মুখে পড়তে হয় দলকে। যা পরবর্তীতে ক্রিকেটারদের আরো চাপে ফেলে দেয় এবং পারফরম্যান্সে প্রভাব ফেলে।

আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টাইগারদের জন্য এই সিরিজের খুব বেশি গুরুত্ব নেই। তাই জয় পেলেও হয়ত খুব বেশি প্রশংসা পাবে না ক্রিকেটাররা। কিন্তু হেরে গেলে বড় সমালোচনার মুখে পড়তে হবে টাইগারদের।

মূলত এই সিরিজটি বাংলাদেশের জন্য পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। এ কারণেই এ সিরিজে হারের একটা বড় শঙ্কা থেকে যায়। এর আগেও পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে বাজেভাবে হারের স্মৃতি রয়েছে বাংলাদেশের। তাই এই সিরিজেও এমন কিছু ঘটলে এশিয়া কাপের আগে বড় সমালোচনার মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে।



যদিও এ নিয়ে ভাবছেন না প্রধান কোচ ফিল সিমন্স। এই ক্যারিবিয়ানের মতে, হারলে সমালোচনা হবে। সেটা হোক বড় দল কিংবা ছোট দল। দল কেমন খেলেছে সেটাই তার কাছে বড় বিষয়।

ডাচ সিরিজ সামনে রেখে শুক্রবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে এসে সিমন্স বলেন, ‘অস্ট্রেলিয়ার কাছে হারলেও সমালোচনা হব, টেবিলের নিচের কোনো দলের কাছে হারলেও সমালোচনা হবে। এর মানে এই ন যে তারা খারাপ দল। নির্দিষ্ট কোনো দিনে আমরা ভালো খেলতে না পারলে সমালোচনা হবে এটাই স্বাভাবিক।’

‘যদি আমরা ভালো খেললেও তারা আমাদের হারিয়ে দেয়, তখন তারা প্রশংসা পাওয়াটা ডিজার্ভ করে। আমরা কার কাছে হারছি তা নিয়ে ভাবছি না। আমরা কেমন ক্রিকেট খেলেছি সেটাই মুখ্য বিষয়। যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আমার মনে হয় আমরা জিতব।’—তিনি যোগ করেন।

আগামীকাল মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট