Connect with us
ফুটবল

নেইমারের সমালোচনা করে যা বললেন ব্রাজিলের সাবেক গোলরক্ষক

emerson leao and neymar
এমারসন লিও ও নেইমার। ছবি- সংগৃহীত

১৯৭০ সালের ফুটবল বিশ্বকাপে গোলরক্ষক হিসেবে ব্রাজিলকে শিরোপা এনে দেন এমারসন লিও। কোচ হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছেন এই কিংবদন্তি। এবার নেইমারকে নিয়ে সমালোচনায় মাতলেন এই সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষক।

চোট যেন পিছুই ছাড়ছে না নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে দিনের পর দিন দল থেকে বাইরে তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নেইমারের সমালোচনা করেছেন এমারসন লেও। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে লিও বলেন, নেইমার কারও জন্যই উদাহরণ নয়।

চোটের কারণে অনেক দিন হলো ছন্দে ফিরতে পারছেন না নেইমার। যার ভোগান্তিতে ভুগছে জাতীয় দলও। নেইমারকে নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন এই সাবেক গোলরক্ষক।



তিনি বলেন, সে তার ক্যারিয়ার শুরু করেছিল এক অসাধারণ প্রতিভা হিসেবে। আমি মনে করি, একবার সান্তোসের বিপক্ষে খেলতে গিয়ে আমি ওর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন বলেছিলাম, ‘শোনো ছেলে, আমাদের তোমাকে বিশ্বকাপে দরকার, নিজের যত্ন নিও।’ আর দেখো, সেটাই সে কখনও করে না।

নেইমারের ফিটনেস নিয়েও কথা বলেন এমারসন লিও। তিনি বলেন, নেইমারের ব্যাপারে আমার বলার মতো খুব বেশি কিছু নেই। আমি বিশ্বাস করি, মাঠের বাইরের মানুষ আর মাঠের ভেতরের মানুষ একে অপরের প্রতিফলন। সে ফুটবল খেলা বন্ধ করেনি, কিন্তু এখন আর আগের মতো উদ্যম বা শক্তি তার মধ্যে নেই। কেন জানো? কারণ সে প্রস্তুত নয়। ফলস্বরূপ বারবার চোট পাচ্ছে এবং পারফরম্যান্সে প্রভাব পড়ছে। আমি ওকে আর সমাধান হিসেবে দেখি না। ওর সেরা সময় চলে গেছে। এখন ও জানে মাঠে কী করতে হবে, কিন্তু শরীর সাড়া দেয় না। পেশির প্রতিক্রিয়া আর আগের মতো নেই, প্রশিক্ষণেও ধারাবাহিকতা হারিয়েছে। ও আর আগের সেই নেইমার নয়। আজ সে সম্পূর্ণ অকার্যকর।

নেইমারকে একসময় ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ মনে করা হতো। তবে বারবার ইনজুরির কারণে জাতীয় দলে ফিরতে পারছেন না তিনি। তবে কি এখানেই শেষ নেইমারের ক্যারিয়ার? এমারসন লেওয়ের মুখে এমন কঠোর সমালোচনায় তোলপাড় শুরু হয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোতে।

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল