Connect with us
ফুটবল

প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে যা করতে হবে হামজাদের

What Sheffield needs to do to get promotion to the Premier League
প্রিমিয়ার লিগে প্রমোশন থেকে এক জয় দূরে হামজারা। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমে শুরু থেকেই দুর্দান্ত ছিল শেফিল্ড ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সরাসরি প্রমোশনের দৌড়ে বেশ ভালোভাবেই ছিল ক্লাবটি। তবে মৌসুমের শেষদিকে এসে কিছুটা হোঁচট খায় তারা। শেষদিকে কয়েকটি ম্যাচে পয়েন্ট হারিয়ে শীর্ষ দুইয়ে জায়গা হারায় হামজা চৌধুরিরা।

সাধারণত চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে প্রমোশন পায়। টেবিলের তিন থেকে ছয়ে থাকা চারটি দল থেকে একটি দল প্লে-অফের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে প্রমোশন পায়।

চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের সবগুলো ম্যাচ শেষে টেবিলের তিনে অবস্থান করছে শেফিল্ড ইউনাইটেড। তাই প্লে-অফ খেলে প্রিমিয়ার লিগে প্রমোশনের সুযোগ ছিল হামজাদের সামনে। প্লে-অফের সেমিফাইনালে টেবিলের ছয়ে থাকা ব্রিস্টল সিটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল হামজারা। আর প্লে-অফের সেমিফাইনাল থেকে ব্রিস্টলকে বিদায় করে ফাইনালে উঠেছে দ্য ব্লেডসরা।

আরও পড়ুন:

» পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ, নতুন সময় কবে?

» দ্বিগুণ বেতন পাবেন আনচেলত্তি, বিশ্বকাপ জেতাতে পারলেই বড় বোনাস 

প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছিল শেফিল্ড। গতকাল রাতে ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচেও ৩-০ গোলের ব্যবধানে জয় পায় হামজারা। এতে করে দুই লেগ মিলিয়ে ৬-০ গোলের ব্যবধানে জয় নিয়ে প্লে–অফ ফাইনাল নিশ্চিত করেছে তারা।

প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে আর একটি ম্যাচে জয় পেতে হবে শেফিল্ডকে। আগামী ২৪ মে প্লে-অফের ফাইনাল খেলবেন হামজারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। প্লে-অফে আরেক সেমিফাইনাল খেলা কভেন্ট্রি ও সান্ডারল্যান্ডের মধ্যকার জয়ী দল শেফিল্ডের বিপক্ষে ফাইনাল খেলবে।

অবশ্য ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে আছে সান্ডারল্যান্ড। প্লে–অফ সেমিফাইনালের প্রথম লেগে কভেন্ট্রিকে তাদের ঘরের মাঠে ২–১ গোলে হারিয়েছে তারা। আজ রাতে ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে কভেন্ট্রিকে আতিথ্য দেবে সান্ডারল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১৩মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল