Connect with us
ক্রিকেট

ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর যা বললেন সাকিব

Shakib Al Hasan in GSL for Dubai Capitals
দুবাই ক্যাপিটালসে সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

লম্বা সময় জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। বিদেশি লিগে সুযোগ পেলে খেলছেন তিনি। এর আগে সর্বশেষে পিএসএলে দেখা গিয়েছিল তাকে। এবার খেলছেন গ্লোবাল সুপার লিগে। যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে গতকাল মাঠে নামেন সাকিব। আর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই দেখালেন ম্যাচ সেরা পারফরম্যান্স।

গতকাল আগে ব্যাট করতে নেমে যখন ব্যর্থতায় পড়েছিল দুবাই, দলের হাল ধরেন সাকিব। খেলেন ৩৭ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর বল হাতেও নিজের চমক দেখান এই টাইগার অলরাউন্ডার। মাত্র ১৩ খরচায় তুলে নিয়েছেন ৪ উইকেট। ২২ রানে জয়ী ম্যাচে হয়েছেন দিনের সেরা ক্রিকেটার।

দলকে ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিয়ে নিজের অনুভুতি প্রকাশ করলেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে দুবাই ক্যাপিটালসে খেলতে পারার বিষয়ে তিনি বলেন, ‘(দুবাই ক্যাপিটালসে সুযোগ) লাস্ট মিনিট কল ছিল। তাদের একজন প্লেয়ার চোটে ছিল। বদলি হিসেবে আমাকে আসতে হয়েছে। আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হতে পেরে।’


আরও পড়ুন:

» জুনিয়র সাফে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (১১ জুলাই ২৫)

» খাবি খাচ্ছে মিরাজ-লিটনরা, নিজের জাত চেনাচ্ছেন সাকিব


ক্যারিবিয়ানকে নিজের সেকেন্ড হোম উল্লেখ করে সাকিব বলেছেন, ‘ক্যারিবিয়ানে ২০০৭ থেকে আসছি আমি। আমার সেকেন্ড হোমের মতই। আমি কন্ডিশনটা ভালোভাবে জানি, জানি কীভাবে বল করতে হবে এসব ট্র্যাকে। অ্যামাজনে খেলাও আমাকে সাহায্য করেছে অনেক। আমার জন্য ভালো ম্যাচ। দলে যেভাবে অবদান রেখেছি, দারুণ খুশি।’

তিনি আরও বলেন, ‘ব্যাটিং এবং বোলিং দুটিই জরুরি। আমার উইকেটে টিকে থাকা জরুরি ছিল। কারণ অন্য প্রান্তে উইকেট যাচ্ছিল। আমরা ১৬০+ যেতে পেরেছি। গায়ানায় এমন রান করলে সবসময় ম্যাচ জেতার সুযোগ থাকবে। দারুণ শুরু। ছোট টুর্নামেন্ট। প্রথম ম্যাচ জেতা আমাদের সাহায্য করবে। আশা করি এখান থেকে সামনে এগিয়ে যেতে পারব।’

গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাত ৮টায় হোবার্ট হারিকেন্সের বিপক্ষে আবারও মাঠে নামবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস।

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট