Connect with us
ফুটবল

আগামী ম্যাচে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি

লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনি। ছবি- সংগৃহীত

ইন্টার মায়ামির দায়িত্ব শেষে জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। তবে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবেন কি না, তা এখনও অনিশ্চিত। মেসির সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ লিওনেল স্কালোনি।

অনুশীলনে অংশ নিলেও গত শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামেননি মেসি। জাতীয় দলের ম্যাচ ও ক্লাব ম্যাচের মধ্যে বেছে নিয়েছিলেন ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচটি। গত শনিবার ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে দুই গোল করে দলকে বড় জয় এনে দেন মেসি।

ক্লাবের খেলা শেষে মেসি আবারও যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে। মায়ামির মাঠ ফোর্ট লডারডেলের চেইস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা–পুয়ের্তো রিকো ম্যাচটি। মেসির অনুশীলনে ফেরায় আগামীকালের ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা।



মেসির অনুশীলনে ফেরায় খুশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যার প্রকাশ মেলে অ্যাসোসিয়েশনের দেওয়া এক বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়,
নতুন এই আন্তর্জাতিক চ্যালেঞ্জের জন্য লিওর ফেরা দারুণ প্রত্যাশার জন্ম দিয়েছে এবং অসাধারণ আবহের প্রতিশ্রুতি দিচ্ছে। আমাদের সামনের পথচলার জন্য এই ম্যাচটি প্রস্তুতি হিসেবে কাজ করবে এবং টেকনিক্যাল স্টাফদের সুযোগ করে দেবে খুঁটিনাটি অনেক কিছু ঠিকঠাক করার।

আগামীকালের ম্যাচটি বাংলাদেশের সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবে। ফিফার ১৫৫তম র‌্যাঙ্কিংয়ে থাকা দলটির বিপক্ষে মেসি খেলবেন কি না, তা ম্যাচ শুরুর আগের দিনই জানালেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি বলেন, গত শনিবার মেসিকে খেলতে দেখেছি (মায়ামির ম্যাচে)। যতটা জানি, ম্যাচটি সে ভালোভাবেই শেষ করেছে। তবে তার সঙ্গে এখনও কথা হয়নি আমার। এখন আগামীকালের ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন আমাদের, এবং প্রস্তুতির শেষ ধাপে সবসময়ই যেটা করি, তার (মেসি) সঙ্গে কথা বলব আমি। সে যদি ভালো অবস্থায় থাকে, অবশ্যই সে খেলবে।

আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুসারে, মেসি অবশ্যই খেলবেন। তবে তিনি পুরো ম্যাচ নাও খেলতে পারেন। হয়তো ম্যাচের দ্বিতীয়ার্ধে বা প্রথমার্ধেই দেখা যেতে পারে মেসিকে।

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল