
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ-২০২৬ বাছাইপর্বে দারুণ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। আজ (বুধবার) নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। দলের পক্ষে জোড়া গোল করেন ফরোয়ার্ড সাগরিকা, আর একটি গোল করেন মিডফিল্ডার মুনকি আক্তার ।
ম্যাচ শেষে এই দুই গোলদাতা জানিয়েছেন নিজেদের অনুভূতি। উচ্ছ্বাস আর কৃতজ্ঞতায় ভরা কণ্ঠে, দর্শক ও কোচের প্রতি জানিয়েছেন সম্মান।
সাগরিকা বলেন, দুটি গোল করতে পেরেছি, অনেক ভালো লাগছে। আসলে আমরা তো জানতাম না ওরা কিভাবে খেলে, একটু ভয় ভয় লাগছিলো আর অনেক কষ্ট হচ্ছিলো। পরে যখন খেলাটা আমরা ধরতে পারছি (পেরেছি) অনেক ভালো লাগছে (লেগেছে)।
দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দর্শকরে বলবো আমাদের জন্য বেশি বেশি সাপোর্ট করতে। যেভাবে সাপোর্ট করছে, এভাবে যদি সাপোর্ট দেয় তাহলে আমরা আরো ভালো কিছু করবো। ভালো খেলা উপহার দিব।
ম্যাচের আরেক গোলদাতা মিডফিল্ডার মুনকি আক্তার বলেন, আজকের ম্যাচে আসলে অনেক আনন্দিত আমরা। আমরা তিন গোলে ওদের হারাইছি (হারিয়েছি)। আসলে জানতাম না যে ওরা কিভাবে খেলে বা আগেও খেলা দেখিনি। আজকে অনেক ভালো খেলেছি।
নিজের গোল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, গোল করে অনেক ভালো লাগছে। আসলে লাওসের সঙ্গে কখনও ভাবতে পারি নাই যে গোল করবো। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করবো। দোয়া রাখবেন সবাই।
মুনকি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবার এবং কোচের প্রতি। বলেন, আগে বাবা মাকে, তারপর স্যাররে (কোচ) প্রতি কৃতজ্ঞতা। স্যার যেরকমভাবে আমাদের এখানে নিয়ে আসছে, এতদূরে। স্যারের জন্য এতদূর আসতে পারছি (পেরেছি)।
এই জয়ের মাধ্যমে বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করলো বাংলাদেশের মেয়েরা। এখন লক্ষ্য থাকবে পরবর্তী ম্যাচগুলোতেও এই পারফরম্যান্স ধরে রাখা।
আগামী ৮ আগস্ট বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের মুখোমুখি হবে বাংলাদেশ। লাও ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৫/এনজি
