
প্রথম দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার শেষ ম্যাচ জিতলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা যেত।
তবে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটল বাংলাদেশ। একাদশে পাঁচ পরিবর্তন আনা এই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও সমালোচনা করেছেন রমিজ রাজা।
তার মতে, বাংলাদেশ সুযোগ দিয়েছিল বলেই জিতেছে পাকিস্তান।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমানকে। তাদের বদলে একাদশে জায়গা পান তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। তবে এই পরীক্ষা সফল হয়নি। বাংলাদেশ হেরেছে ৭৪ রানের বড় ব্যবধানে।
ম্যাচের ধারাভাষ্যকার রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে বলেন, দলে এত পরিবর্তন আনতে হলে এরও নিয়ম আছে। সাধারণত দলে ২-৩ জন ম্যাচ উইনার থাকে, তাদের বাদ দেওয়া যাবে না। বাকি জায়গাগুলোতে নতুনদের খেলানো যায়। আমার মনে হয়, মোস্তাফিজ বা ইমন (পারভেজ) খেললে প্রতিদ্বন্দ্বিতা হতো। যদিও পাকিস্তান অনেক রান করেছে, তবুও এ দুজন থাকলে অধিনায়কের কাছে সুযোগ থাকত।
আরও পড়ুন:
»টানা চার জয়ে সেমিফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার
»ডি ভিলিয়ার্সের একাদশে নেই শচীন-লারা
বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও পাকিস্তান দলেরও সমালোচনা করেছেন রমিজ, তৃতীয় টি-টোয়েন্টি পাকিস্তান জিতেছে ঠিকই। তবে মনে হয়েছে বাংলাদেশই সুযোগ দিয়েছে। প্রথম দুই ম্যাচে ওরা যেভাবে পাকিস্তানকে অলআউট করেছে, মনে হচ্ছিল হোয়াইটওয়াশ হবে। কিন্তু বাংলাদেশ ভেবেছে, উদ্দেশ্য পূরণ হয়েছে, এবার নতুনদের সুযোগ দিই। আগের দুই ম্যাচেও রোটেশন পলিসি অনুসরণ করেছে বাংলাদেশ। সেটা পাকিস্তানের সঙ্গে, যারা একসময় বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গে নয়।
পাকিস্তান দলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতি নিয়েও কথা বলেন রমিজ। ব্যাটসম্যানদের জন্য কঠিন উইকেটে তাদের প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করেন তিনি।
রমিজ বলেন, সব মিলিয়ে এটি পাকিস্তানের জন্য ভালো জয়।
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/এসএ/এনজি
