
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন উভয় দলের কোচ। যেখানে টাইগারদের পেস বোলিং ইউনিট নিয়ে প্রশংসা ঝরিয়েছেন পাকিস্তান কোচ মাইক হেসন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল নিয়ে কথা বলেছেন হেসন। তাদের ঘরের মাঠেও টাইগাররা যে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সে বিষয়টি খুব ভালোভাবেই জানা রয়েছে দলের নতুন এই প্রধান কোচের, ‘বাংলাদেশ এই কন্ডিশনে সবসময়ই চ্যালেঞ্জিং। অনেকবার বাংলাদেশে গিয়েছি আমি। সেখানেও বেশ চ্যালেঞ্জিং দল তারা।’
তাসকিন-মুস্তাফিজদের উন্নতি নিয়ে তিনি বলেন, ‘তাদের পেসাররা অনেক উন্নতি করেছে। ভালো পেসার রয়েছে তাদের, যারা কিনা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে যেকোনো দলকে। স্পিনের উপর অত বেশি নির্ভর করতে হয় না এখন আর। এখন ব্যাটিং ডেপথও আছে অনেক। অনেকেই আছে ভালো। কাউকে হালকাভাবে নিতে চাই না আমরা সবাইকে নিয়েই ভাবছি।’
আরও পড়ুন :
» বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়লেন রোনালদো
» আল-নাসরে ফুটবল যাত্রা সমাপ্তির ইঙ্গিত দিলেন রোনালদো!
বাংলাদেশকে হালকা ভাবে নিতে চান না হেসন, ‘দল হিসেবে তারা এমন অবস্থায় রয়েছে, তারা জানে কীভাবে খেলতে চায়। আমার মনে হয় না পাকিস্তান দল বাংলাদেশকে হালকাভাবে নিবে। আমরা সেভাবেই প্রস্তুতি নেব যেভাবে নিতে হবে আমাদেরকে। পিএসএল শেষে দল হিসেবে খেলা হয়নি আমাদের। তবে শুরুটা করতে মুখিয়ে আছি আমরা।’
এদিকে সম্প্রতি পিএসএলে অংশ নেয়া টাইগার ক্রিকেটার ও কোচিং স্টাফদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ। টাইগার কোচ ফিল সিমন্স বলেন, ‘পিএসএলের অভিজ্ঞতা সহায়তা করতে পারে। এখানে কয়েকজন পিএসএল খেলেছে। শন টেইট, মুশতাক আহমেদও পিএসএলে ছিল। ওদের কাছ থেকে তথ্য, অভিজ্ঞতা নিয়ে সিদ্ধান্ত নিতে পারব।’
ক্রিফোস্পোর্টস/২৭মে২৫/এফএএস
