Connect with us
ক্রিকেট

জেতা ম্যাচে হারের কারণ হিসেবে যা বললেন মিরাজ

What Miraz said about the reason behind losing a winning match.
মেহেদি হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে তীরে এসে তরী ডুবিয়েছে টাইগাররা। ম্যাচের নির্ধারিত ওভারের মধ্যে ম্যাচ জেতার সুযোগ থাকলেও ক্যাচ মিসের কারণে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানেও ক্যাচ মিস ও বাজে ব্যাটিংয়ের কারণে হারতে হয়েছে স্বাগতিকদের। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশকে সুপার ওভারে ১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সমান ২১৩ রান সংগ্রহ করে ওয়েস্ট। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে আগে ব্যাট করত্র নেমে ১ উইকেটে ১০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১ বলেই অতিরিক্ত রানের সুবাদে ৫ রান তুলে নেয় বাংলাদেশ। তবে পরের ৫ বলে কেবল ৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা।



ম্যাচশেষে হারের কারণ হিসেবে মিরাজ বলেন, ‘সুপার ওভার আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এই প্রথম আমরা সুপার ওভার খেললাম। সুপার ওভারে মুস্তাফিজ ভালো বল করেছে। তবে জিতলে অনেক ভালো লাগত। এই উইকেটে ব্যাট করা মোটেও সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেক সুযোগ পেয়েছি কিন্তু কাজে লাগাতে পারিনি। শেষ বলে ক্যাচটা ধরলে দারুণ ক্যাচ হতো, আমরা ম্যাচটা জিতে যেতাম। সুপার ওভারে ১১ রান লাগত, একটা বাউন্ডারি পেলেই আমরা জিতে যেতাম।’

আজকের ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন রিশাদ। এই অলরাউন্ডারের প্রশংসায় মিরাজ বলেন, ‘রিশাদ আজকে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। সে দুর্দান্ত ফর্মে রয়েছে। আমরা বাকি ব্যাটাররা সংগ্রাম করছিলাম, রান আসছিল না, কিন্তু সে আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করেছে এবং দারুণ খেলেছে।’

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হারের পর সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আগামী ২৩ অক্টোবর মিরপুরে সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডে মুখোমুখি হবে দুই দল।

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট