
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরালেও, তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করল টাইগাররা।
এই হারে একদিকে যেমন সিরিজ জয়ের আক্ষেপ পোড়াচ্ছে, অন্যদিকে তরুণ দল নিয়ে ভবিষ্যতের আশা দেখাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
পাল্লেকেলের সবুজ গালিচায় এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৮৫ রান। লঙ্কানদের হয়ে একাই লড়াকু ইনিংস খেলেছেন কুশাল মেন্ডিস, তাঁর ব্যাট থেকে এসেছে অনবদ্য ১২৪ রান। এই রান তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৩৯ ওভার ৪ বলে, মাত্র ১৮৬ রানে। ব্যাটিং ব্যর্থতাই এদিন ডুবিয়েছে সফরকারীদের।
আরও পড়ুন:
» শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
» আরও দুই বছর বার্সেলোনায় থাকছেন ভয়চেক স্ট্যান্সনি
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ হারের ব্যবচ্ছেদ করেন। তিনি বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো করেছিলাম। বিশেষ করে শেষ ১০ ওভারে স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। উইকেট খুব ভালো ছিল, আমরা ব্যাটিংয়ের সময় ইতিবাচক থাকার চেষ্টা করেছিলাম।’
মিরাজের আক্ষেপ, মাঝের ওভারে কোনো পার্টনারশিপ গড়তে না পারা এবং কয়েকটি উইকেট হারিয়ে ফেলা, ফলে ভালো শুরুটা কাজে লাগেনি।
তিনি দলের নতুনত্ব এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আশাবাদী। মিরাজ যোগ করেন, ‘আমাদের দলটা এখনও জুনিয়র, কিছু নতুন খেলোয়াড় আসছে। আমরা পজিটিভ থাকার চেষ্টা করছি। আরও সুযোগ পেলে সবাই ভালো করবে।’
এ সিরিজ হার হয়তো তাৎক্ষণিক হতাশা এনেছে, কিন্তু তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা অর্জনের এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। মেহেদী হাসান মিরাজের কথায় সেই ইঙ্গিতই স্পষ্ট।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এসএইচএ
