মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে বাংলাদেশ দলের বড় সম্পদ মনে করেন অধিনায়ক লিটন কুমার দাস। সেই সাথে নতুন খেলোয়াড় তৈরিতেও মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন লিটন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগামীকাল (সোমবার) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে আজ (রোববার) সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমরা কিছু কিছু ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়ে অন্য খেলোয়াড়দের খেলাচ্ছি। কারণ একই সঙ্গে যদি তাসকিনকে হারিয়ে ফেলি, তাহলে পরবর্তীতে যেন এমন না হয় যে আমরা পুরোপুরি তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। অবশ্যই তাসকিন আর ফিজ বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ।’
পুরনো খেলোয়াড়দের পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরিতেও গুরুত্বারোপ করে লিটন বলেন, ‘একই সময়ে আমাদের ধীরে ধীরে নতুন খেলোয়াড়ও তৈরি করতে হবে। কেবল নির্দিষ্ট খেলোয়াড়ের উপর নির্ভশীল না হয়ে নতুনদেরও সুযোগ করে দিতে হবে।’
তাসকিন ও মুস্তাফিজের মতো তারকার ভিড়ে বাংলাদেশের বাকি পেসারদের সুযোগ পাওয়া নিয়ে লিটন বলেন, ‘আমার প্রথম টি-টোয়েন্টির অধিনায়কত্ব পাওয়ার পর যখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেললাম, আমাদের কিন্তু দুইটা বেস্ট বোলার ছিল না, তাসকিনও ছিল না, ফিজও ছিল না। আমরা স্ট্রাগল করেছি, কিন্তু একই সময়ে যে প্লেয়ারগুলো খেলেছে, তারা ম্যাচ পেয়েছে।’
চোট আর তাসকিন আহমেদ যেন একে অপরের পরিপূরক। সবশেষ গোড়ালির ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে এখন নিয়মিত খেলছেন তিনি। তাসকিনের ইনজুরি নিয়ে লিটন আর বলেন, ‘আমি চাই তাসকিন যেন পুরোপুরি ফিট হয়ে যায়। আশা করি, সে আর যেন কখনও ইনজুরিতে না পড়ে। আর প্লেয়াররা যখন খেলছে, এটা একটা ভালো সাইন।’
আগামীকাল (সোমবার) চট্টগ্রামের সাগরিকায় ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/এআই