
আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নতুন এই চ্যালেঞ্জকে সামনে রেখে নিজেদের নতুন লক্ষ্যের কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে দিয়েছেন বিশ্বের যেকোন দলকে হারানোর বার্তা।
গতকাল লাহোরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ঘুরে দাঁড়ানোর কথা নিয়েছেন লিটন, ‘অবশ্যই আগের (আমিরাত) সিরিজ ভালো যায়নি। আমাদের চিন্তা অনুযায়ী হয়নি। তবে এটা নতুন সিরিজ, এখানে নতুন চ্যালেঞ্জ। জানি আমরা আগে যথেষ্ট ভালো করতে পারিনি। এবার চেষ্টা থাকবে ভালো করার। দেখা যাক।’
আমিরাতের কাছে হারলেও লিটন মনে করেন যেকোন দেশকেই হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ, ‘আমাদের মাঝে বিশ্বাস আছে যে আমরা বিশ্বের যেকোনো দলকে হারাতে পারব। তবুও আমাদের লড়াই করতে হবে। প্রতিপক্ষ নিয়ে আমরা অত বেশি ভাবতে চাই না। আমরা ভাবছি আমরা আগে কোথায় কীভাবে ভালো করেছি। দল হিসেবে কীভাবে সামনে খেলব সেসব নিয়েই প্ল্যান সাজাচ্ছি।’
আরও পড়ুন :
» বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচসহ আজকের খেলা (২৮ মে ২৫)
» লখনৌকে হারিয়ে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কোহলিরা
সিরিজ জয়ের পাশাপাশি লিটন উন্নতি চান পুরো ফরম্যাটে, ‘তারা (পাকিস্তান) দারুণ বোলিং সাইড। যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি আমরা যেকোনো দলকেই হারাতে পারি। এখানে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমরা কীভাবে নিজেদের খেলাটাকে আরও উন্নত করতে পারি। গত কয়েক বছরে আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলতে পারিনি। ফলে এখন আমাদের সবসময় ভালো ক্রিকেট খেলে যেতে হবে। এরপর আমরা সামনে তাকাতে পারব।’
উল্লেখ্য, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ রাত নয়টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মে এবং ১ জুন। তিন ম্যাচ সিরিজে এগিয়ে যেতে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ দল।
ক্রিফোস্পোর্টস/২৮মে২৫/এফএএস
