
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বেঞ্চে থাকা ক্রিকেটারদের বাজিয়ে দেখতে গিয়ে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে সফরকারীদের কাছে ৭৪ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। সফরকারীদের হোয়াইটওয়াশ করতে না পারায় ২-১ ব্যবধানের সিরিজ জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে লিটনদের।
সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে এসে দুই বিভাগেই ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। বিশেষ করে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে হারের কারণ হিসেবে অধিনায়ক লিটন দাস বলেন, ‘তারা খুব ভালো ক্রিকেট খেলেছে। উইকেট দেখে ভালো মনে হয়েছিল, বল ব্যাটে আসছিল। কিন্তু আমরা ভালো খেলতে পারিনি। এ ম্যাচে নতুন ক্রিকেটারদের সুযোগ দিয়েছিলাম। এই সিরিজ জয় ইতিবাচক হিসেবে দেখছি।’
আরও পড়ুন:
» মুস্তাফিজ-তানজিমদের বাদ দেওয়ার কারণে হেরেছে বাংলাদেশ?
» হোয়াইটওয়াশ করা হলো না, র্যাঙ্কিংয়ে তলানীতেই থাকলো বাংলাদেশ
শেষ ম্যাচে পাঁচ পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে তানজিদ তামিম, মেহেদি মিরাজ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুমকে দলে নেওয়া হয়। যে কারণে অনেকেই এই হারের পেছনে একাদশ নির্বাচনে ভুল দেখছেন।
তবে বেঞ্চে থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়াটাকে ইতিবাচক হিসেবে দেখছেন লিটন। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম প্রথম দুই ম্যাচে যারা খেলেনি তাদের দলে নেব। এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। আমার মনে হয় আমরা সঠিক পথেই এগোচ্ছি।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৫/বিটি
