
ভারতের টেস্ট দলকে বিদায় জানিয়ে দিয়েছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড ও সাবেক ক্রিকেটারদের অনুরোধ প্রত্যাখ্যান করে বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে ইতি টেনেছেন এই তারকা। আজ সোমবার (১২ মে) ইনস্টাগ্রামের এক পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
গত সপ্তাহেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন কোহলিও। মাত্র পাঁচ দিনের ব্যবধানে ভারতের অন্যতম দুই সেরা ব্যাটারের বিদায়ে কিছুটা মর্মাহত ক্রিকেট পাড়া। কোহলির বিদায় নিয়ে এবার কথা বলেছেন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। আন্তর্জাতিক টেস্ট ইতিহাসের এই অন্যতম সেরা ব্যাটারকে মিস করবেন তিনি।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর আজ সোমবার (১২ মে) সংবাদ সম্মেলনে আসেন লিটন। এ সময় কোহলির অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘কোহলি যথেষ্ট পরিণত একজন মানুষ। তার সিদ্ধান্তকে সম্মান করি। তিনি ক্রিকেটে যা করে গেছেন…শুধু ভারতের হিসেবেই নয়, ওভারঅল সাদা বলের ক্রিকেট এবং লাল বলের ক্রিকেটের আক্রমণের ধরনই পরিবর্তন করে দিয়েছেন। তার দৃষ্টিভঙ্গি, তার ক্রিকেটের জ্ঞান, যেটা নিয়েই বলেন…এরকম একটা খেলোয়াড় টেস্ট খেলবে না।’
আরও পড়ুন:
» ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি
» তিনশ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ
সবশেষ ভারত সফরে কোহলির বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল লিটন দাসের। তবে ভারতের বিপক্ষে টেস্টে আর কোহলির বিপক্ষে খেলার সুযোগ হবে না তারা। ভারতের টেস্ট দলে তাকে মিস করবেন লিটন, ‘একটা সময় তো সবাইকেই অবসর নিতে হবে। যদি ভারতের বিপক্ষে কখনো খেলা হয় তাহলে অবশ্যই তাকে মিস করব, যেহেতু অনেকদিন খেলেছি।’
এছাড়া কোহলির সঙ্গে বিশেষ কোনো স্মৃতি আছে কিনা সে বিষয়ে লিটন বলেন, ‘বিশেষ কোনো স্মৃতি নেই। সব খেলোয়াড়দের সঙ্গেই কথোপকথন হয়। তিনি মানুষ হিসেবে অনেক ভদ্র। মাঠের মধ্যে হয়ত অনেক আগ্রাসন দেখায়, কিন্তু মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ। অনেক কথা হয়।’
গত বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে এই সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়ে দেন কোহলি। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়ে দিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন এই তারকা ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/১২মে২৫/বিটি
