Connect with us
ক্রিকেট

ভারতীয় দলের এ কেমন আচরণ, ক্রিকেট দুনিয়ায় তোলপাড়!

PAK vs IND No Hands
পাকিস্তান দল অপেক্ষায় থাকলেও সরাসরি বেরিয়ে যান সুর্যকুমার-শিবম দুবে। ছবি- ক্রিকইনফো

ক্রিকেট ভদ্র লোকের খেলা হিসেবে পরিচিত। তাছাড়া যত বৈরীতা থাকুক না কেন খেলার মাঠে সৌহার্দ্যপূর্ণ আচরণ সব সময় সব পক্ষই করে আসছে। কিন্তু গত রাতে ভারতীয় ক্রিকেট দল যেটা করেছে তা সব সীমা ছাড়িয়ে গেছে।

দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। ম্যাচ শেষে স্বাভাবিকভাবে হাত মেলাতে বা করমর্দন করতে যান আগা সালমানরা। কিন্তু হাত না মিলিয়ে সরাসরি ড্রেসিং রুমে গিয়ে দরজা বন্ধ করেন সুর্যকুমার যাদবরা।

আগা সালমান-শাহিন আফ্রিদি মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন সূর্যকুমার ও শিবম দুবে তাদের সঙ্গে হাত মেলাবেন। এরপর হয়তো একে একে ডাগআউটে থাকা অন্যরাও করমর্দন করবেন।কিন্তু ক্রিকেটীয় চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সোজা ড্রেসিংরুমে হাঁটা দেন ভারতীয় দুই ব্যাটা।



এরপর ঘটে আরও বিস্ময়কর ঘটনা। ড্রেসিংরুমে ঢুকতেই দরজা লাগিয়ে দিয়েছেন, যেন পাকিস্তানের কেউ দেখা করতে না পারেন! এতে করে ছড়িয়ে পড়ে শীতল উত্তাপ।

শুধু ম্যাচ শেষেই নয়, টসের সময়ও পাকিস্তান অধিনায়ক আগা সালমানের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার। পরে ভারতীয়দের এমন আচরণের প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করে পাকিস্তান।

এদিকে পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যায় ভারত জানিয়েছে, পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতেই এমনটা করেছে তারা।

সূর্যকুমার বলেছেন, আমি মনে করি জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়েও বড়। আমাদের সরকার ও বোর্ড আমরা সবাই একসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা এখানে ওদের বিপক্ষে শুধু খেলতে এসেছি এবং উচিত জবাব দিয়েছি।

ভারতের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। ভারতীয়রা হাত না মেলানোর প্রতিবাদেই পাকিস্তান দল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেছে বলে তিনি জানিয়েছেন।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল কয়েকজন বন্দুকধারীর হামলায় ২৫ ভারতীয়সহ ২৬ জন প্রাণ হারান, আহত হন ২০ জন। এ ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে মনে করে ভারত সরকার। তবে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ওই অঞ্চলের বিদ্রোহী গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।

তবে ওই ঘটনার উত্তাপ মাঠের ক্রিকেটে এবং ক্রিকেটীয় চেতনায় নামিয়ে আনায় ভারতীয়দের সমালোচনা করছেন নেটিজেনরা। পক্ষে-বিপক্ষে নানা মত তৈরি হয়েছে।

এই ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করে ১২৭ রান তোলে। জবাবে ২৫ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয়ে সুপার ফোর প্রায় নিশ্চিত করেছে ভারত।

ক্রিফোস্পোর্টস/১৫সেপ্টেম্বর২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট