 
																												
														
														
													বাংলাদেশের পুরুষ ফুটবল দলে বংশোদ্ভূত ফুটবলারদের অন্তর্ভুক্তির ফলে দেশের ফুটবল দৃশ্যপট পরিবর্তিত হয়েছে। সুদিন ফিরছে দেশের ফুটবলে। হামজা চৌধুরী-সামিত সোমদের মতো বিশ্বমানের ফুটবলারদের আগমনে ফুটবল পাড়ায় নতুন প্রাণের সঞ্চার হয়েছে। দেশের ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখত শুরু করেছেন সমর্থকেরা।
পুরুষ দলের ফুটবলের দৃশ্যপট পরিবর্তনের পর এবার নারীদের ফুটবল নিয়েও আলোচনা উঠেছে। পুরুষ দলের পাশাপাশি পাশাপাশি নারী দলেও বংশোদ্ভূত ফুটবলারদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
পুরুষদের পাশাপাশি নারী দলেও বংশোদ্ভূত ফুটবলারদের অন্তর্ভুক্তির বিষয় নিয়ে কাজ করছে বাফুফে। তবে কাজের অগ্রগতি কম। জামাল ভূঁইয়ার পরামর্শ অনুযায়ী সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকির ব্যাপারে কাজ করেছিল বাফুফে। তবে বিষয়টি এখনো এগোয়নি।
এ বিষয়ে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এ বিষয়টি মূলত ফাহাদ ভাই দেখছেন। একজন নারী ফুটবলার (আনিকা) নিয়ে একবার আলোচনা হয়েছিল। তবে দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতা থাকায় সে বিষয়টি এখনো এগোয়নি। জামাল ভূঁইয়া সেই ফুটবলারের ব্যাপারে বলেছিল।’
আরও পড়ুন:
» ডেনমার্কে জামাল ভূঁইয়ার সঙ্গে ঘুরছেন তারিক কাজী
» বাংলাদেশ সিরিজের আগে ফের আলোচনায় ম্যাথিউসের ‘টাইমড আউট’
তবে প্রবাসীদের চেয়ে স্থানীয়দের প্রাধান্য দিতে চান কিরণ। তিনি বলেন, ‘প্রবাসী ফুটবলারদের দলে নেওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তবে আমাদের নজর সবসময় দেশি ফুটবলারে। আমি আমাদের দেশের ফুটবলারদের ডেভেলপ করতে চাই। ওরাও আমাদের দেশের। কিন্তু ওরা যেহেতু এখানে থাকে না, আমি বিশ্বাস করি দেশের মধ্য থেকেই ভালো ফুটবলার তৈরি করতে পারলে আমরা দীর্ঘমেয়াদে উপকৃত হব।’
আগামী ২৮-৩০ জুন ঢাকায় ৪০ জনের বেশি প্রবাসী ফুটবলার ট্রায়ালে আসার কথা রয়েছে। সেখানে ২-১ জন নারী প্রবাসী ফুটবলারের আসার কথা রয়েছে। এখন দেখার বিষয় ট্রায়াল থেকে কোনো নারী ফুটবলারের অন্তর্ভুক্তি হয় কিনা!
ক্রিফোস্পোর্টস/১৫জুন২৫/বিটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	