
গোল করাই আর্লিং হলান্ড এর একমাত্র নেশা। গোলের পর গোল করেছেন, গড়েছেন শত রেকর্ড, ছুঁয়েছেন একের পর এক মাইলফলক। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। জীবনের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
এবারের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছেন হলান্ড। প্রিমিয়ার লিগে আগের মতোই গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। রোববার ব্রেন্টফোর্ডের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করে ম্যানচেস্টার সিটিকে জয় এনে দেন হলান্ড। চলতি মৌসুমে এখনও পর্যন্ত ৬টির বেশি গোল করতে পারেননি কোনো খেলোয়াড়- শুধু হলান্ড একাই ৭ ম্যাচে করেছেন সর্বোচ্চ ৯টি গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১১ ম্যাচে ১৮টি গোল। টানা ৯ ম্যাচে গোল করা- এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্যের ধারা।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ের পর হলান্ড জানান, শারীরিক ও মানসিক প্রস্তুতিই তাকে এমন অপ্রতিরোধ্য করে তুলেছে।
তিনি বলেন, এখনকার মতো এতো ভালো আগে কখনও লাগেনি আমার। মূল বিষয় হলো প্রস্তুতি- ম্যাচের জন্য সঠিকভাবে তৈরি হওয়া। শারীরিকভাবে প্রস্তুত তো হতেই হয়, মানসিকভাবে তৈরি থাকাটাও জরুরি।
ইংলিশ প্রিমিয়ার লিগে তার যাত্রা শুরুই হয়েছিল রেকর্ড দিয়ে। ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম মৌসুমেই করেন ৩৬টি গোল, যা প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ড। নতুন মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন এই নরওয়েজিয়ান তারকা।
২৫ বছর বয়সী এই তারকা সম্প্রতি বাবা হয়েছেন। সন্তানের জন্ম তার জীবনে নতুন প্রেরণা এনে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
হলান্ড বলেন, এখন বাচ্চা থাকায় আগের চেয়ে অনেক ভালো সময় কাটাচ্ছি। কারণ, মাঠের বাইরে থাকলে এখন ফুটবল নিয়ে একটুও ভাবি না। বয়স যখন কম ছিল, তখন ফুটবল নিয়েই সারাক্ষণ চিন্তা করতাম। এখন বাড়ি ফিরে অনেক বেশি রিল্যাক্সড থাকি। আমার ছেলেকে তাই কৃতিত্ব দিতেই হবে।
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/এনজি
