বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের ২০২৬ মৌসুম থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সিদ্ধান্তকে তিনি সরাসরি ‘ন্যক্কারজনক’ বলে উল্লেখ করেছেন।
শনিবার বিসিসিআইয়ের নির্দেশনার পর কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে বাদ দেয়। অথচ গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
ঘটনার পর শনিবার রাতেই নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন ফারুকী। তিনি লেখেন, আইপিএলে মুস্তাফিজকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা বাংলাদেশের নাগরিকদের গভীরভাবে ব্যথিত করেছে এবং এতে ঘৃণার রাজনীতির ছায়া স্পষ্ট হয়ে উঠেছে।
ভারতে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে তৈরি হওয়া মনোভাবের যোগসূত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ফারুকীর মতে, সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্বেগ জানিয়েছে, এই ঘটনাও সেই একই মানসিকতা থেকে এসেছে কি না তা খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে তিনি ভবিষ্যতে ভারতে গিয়ে বাংলাদেশের ক্রিকেট বা ফুটবল দল কতটা নিরাপদ থাকবে, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন।
মুস্তাফিজ ইস্যুতে এরই মধ্যে আরও কঠোর অবস্থান নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি প্রশ্ন তুলেছেন, একজন ক্রিকেটারকে আইপিএলে নিরাপত্তা দিতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলকে ভারত কীভাবে নিরাপত্তা দেবে। সেই প্রেক্ষিতে বিসিবিকে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানাতে নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে, আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।
এদিকে ক্রীড়া উপদেষ্টা আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠেয় আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের জানিয়েছেন। একই অবস্থান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকীও। তিনি জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন।
মুস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক কেবল ক্রিকেট নয়, বরং ক্রীড়াঙ্গনের বাইরেও বড় ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিচ্ছে।
ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৬/টিএ
