আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় ছিলেন মুস্তাফিজুর রহমান। ৯.২০ কোটি রুপিতে নিলামে নেওয়া বাংলাদেশি এই তারকাকে কলকাতা স্কোয়াড থেকে বাদ দিয়েছে। এর আগে ভারতজুড়ে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। যার রেশ ধরে বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। যা বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যতকে আরও শঙ্কায় ফেলেছে!
গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামে শেষেরদিকে নাম উঠলেও মোস্তাফিজকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে ভেড়ায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
নিলাম থেকে মুস্তাফিজকে নেওয়ার পরই রাজনৈতিক নেতাকর্মীদের রোষানলে পড়ে তারা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপের মুখে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এমন এক দিনে বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কথা জানালো যখন গতকালই ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। এবছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের।
আইপিএল থেকে বাদ পড়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশী এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, ‘ছেড়ে দিলে কী আর করার।’ সদা হাস্যজ্জ্বল মৃদুভাষী স্বভাবের ফিজ আর কোনো মন্তব্য করেননি গণমাধ্যমের সামনে। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আইপিএলে বাদ পড়ার খবর শুনে খুবই হতাশ হয়েছেন কাটার মাস্টার।
বল হাতে দারুণ সময় পার করছেন মোস্তাফিজ। আইএল টি-টোয়েন্টিতে ছিলেন দারুণ ছন্দে, বিপিএল খেলতে দেশে ফেরার আগ পর্যন্ত ছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।
২০১৬ সাল থেকেই আইপিএলে নিয়মিত খেলে আসছেন মুস্তাফিজ। তবে পারফরম্যান্সের তুলনায় কখনো দাম পাননি। এবার রেকর্ডমূল্যে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৬/এআই
