Connect with us
ক্রিকেট

সাকিবের সঙ্গে কি কথা হয়েছিল সাব্বিরের?

সাকিব আল হাসান ও সাব্বির আহমেদ। ছবি- সংগৃহীত

জাতীয় দলে সাকিব আল হাসান ও সাব্বির আহমেদের অনুপস্থিতি বহুদিনের। রাজনৈতিক পটপরিবর্তনে দেশের হয়ে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে সাকিব আল হাসানের। ইংল্যান্ডে খেলতে গিয়ে সাকিবের সঙ্গে কথা হয়েছে সাব্বির আহমেদের। দেশের হয়ে খেলার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব।

ইংল্যান্ডে খেলতে গিয়ে অনুশীলনের ফাঁকে সাকিবের সঙ্গে কথা বলে সাব্বির অনুধাবন করেন—দেশের হয়ে জার্সি গায়ে মাঠে নামার কতটা ইচ্ছা সাকিবের। বাংলাদেশের জার্সি গায়ে এখনো খেলার স্বপ্ন দেখেন তিনি। সাব্বিরের প্রত্যাশা, এখন খারাপ সময় পার করলেও একদিন সব ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, ইংল্যান্ড যখন গিয়েছিলাম, তিনি (সাকিব) এসেছিলেন অনুশীলনের জন্য। অনেক সময় একসঙ্গে কাটিয়েছি, একসঙ্গে অনুশীলন করেছি। এখন তো তার বাজে সময় যাচ্ছে। ক্রিকেটার হিসেবে উনাকে তো প্রয়োজন। আশা করি সব ঠিক হয়ে যাবে, বদলে যাবে, উনিও দেশে এসে খেলবেন।



সাকিবের বাংলাদেশের হয়ে খেলার আকাঙ্ক্ষা নিয়ে সাব্বির বলেন, “লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন এখনও দেখেন সাকিব।” এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “মানুষ তো আশায়ই বাঁচে। আশা রাখি, সব ঠিক হয়ে যাবে। উনিও খেলতে চান, উনার আশা আছে। ফিট আছেন এখনো, সব জায়গায় খেলছেন। মাঝে মাঝে বলেন, ‘আমি একটু মোটা হয়ে যাচ্ছি।’ আমিও বলি, ‘হ্যাঁ ভাই, মোটা হয়ে যাচ্ছেন, ফিট হতে হবে একটু।’ অবশ্যই উনি চেষ্টা করছেন নিজেকে ফিট রাখার, বাকিটা আল্লাহর ইচ্ছা।”

সাব্বিরের খেলা নিয়েও কথা বলেছেন সাকিব। সাব্বিরকে টি–টোয়েন্টি ফরম্যাটে অপরিহার্য এবং ওয়ানডেতে সাত নম্বরে উপযুক্ত বলে মনে করেন তিনি। এ বিষয়ে সাব্বির বলেন, কিছু করার নেই। নির্বাচন তো আমার হাতে নেই। আমার কাজ পারফর্ম করে যাওয়া। পারফর্ম করলে ইনশাআল্লাহ ঢুকে যাব খুব শিগগিরই।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট