Connect with us
ফুটবল

রোনালদোর অবসর নিয়ে কী বললেন পেপে

ক্রিস্টিয়ানো রোনালদো - পেপে। ছবি- সংগৃহীত

বয়স ৪০ পূর্ণ হলেও খেলার মাঠে পারফরম্যান্স যেন আলো ছড়ানো। পর্তুগাল ও আল নাসরের নিয়মিত মুখ ক্রিস্টিয়ানো রোনালদো দেখাচ্ছেন একের পর এক ঝলক। বয়স বাড়লেও তার ছাপ পড়েনি পারফরম্যান্সের উপর। চোখ রাঙাতে পারেন যেকোনো খেলোয়াড়ের সাথে।

এবার পর্তুগিজ এই ফরওয়ার্ডের অবসর নিয়ে মুখ খুললেন ক্লাব ও জাতীয় দলের সাবেক সতীর্থ পেপে। পেপে বিশ্বাস করেন, এখনো রেকর্ড ভেঙে রেকর্ড গড়ার ক্ষমতা আছে রোনালদোর এবং তিনি আরও অনেক বছর খেলবেন। ‘বেইন স্পোর্টস’-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রোনালদোর সতীর্থ পেপে বলেন, ‘তিনি কখন অবসর নেবেন? কেউ ঠিক জানে না। তিনি রেকর্ড ভাঙছেন, এবং আমি তার জন্য খুব খুশি। একজন অসাধারণ খেলোয়াড় ও বন্ধু হিসেবে আশা করি, তিনি অনেক বছর খেলবেন। তার অবসর আমাদের জন্য কঠিন হবে, কারণ আর তার নাম টিভিতে দেখার সুযোগ পাব না।’

ক্লাব খেলায়ও বেশ ছন্দে আছেন রোনালদো, মৌসুম শুরু করেছেন সাফল্য দিয়ে। লিগে চার ম্যাচে চারটি গোল করেছেন এই তারকা ফুটবলার। লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দলকে শিরোপা জেতানো। তাছাড়াও সামনে রয়েছে ২০২৬ বিশ্বকাপ। বিশ্বকাপ খেলার জন্য ফিটনেসের উপর বিশেষ নজর দিচ্ছেন এই পর্তুগিজ তারকা। আরেক সাবেক ক্লাব সতীর্থ জো কোলও প্রশংসা করেন ৪০ বছর বয়সী এই খেলোয়াড়ের। জো কোল বলেন, ‘রোনালদো মধ্য চল্লিশ পর্যন্ত খেলতে পারেন। তার ফিটনেস এবং দৈনন্দিন অনুশীলন সত্যিই অসাধারণ।’



আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে রোনালদো নিজেও নিচ্ছেন শরীরের যত্ন। ফিটনেস ধরে রাখতে মেনে চলছেন কঠোর খাদ্যাভ্যাস।পেপে ও রোনালদো একসাথে ৩৪৮ ম্যাচ খেলেছেন ক্লাব ও জাতীয় দলে। রি জয় করেছেন চ্যাম্পিয়ন্স লিগ। জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো ও উয়েফা নেশনস লিগ।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল