Connect with us
অন্যান্য

বাংলাদেশের ভারতে খেলার ব্যাপারে কী বললেন কপিল দেব

kapil Dev
কপিল দেব। ছবি: সংগৃহীত

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারত ও বাংলাদেশের ক্রীড়া সম্পর্কের টানাপোড়েন এখন আর ক্রিকেটেই সীমাবদ্ধ নেই। সেই অবনতি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে অন্যান্য খেলাতেও। এমন প্রেক্ষাপটে ভারতের প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়াতে (পিজিটিআই) বাংলাদেশি গলফারদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের মুখে পড়েছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও পিজিটিআই সভাপতি কপিল দেব।

সোমবার এক অনুষ্ঠানে কপিল দেবের কাছে জানতে চাওয়া হয়, সাম্প্রতিক ভারত–বাংলাদেশ উত্তেজনার প্রভাব পিজিটিআইতে পড়বে কি না এবং বাংলাদেশি গলফারদের অংশগ্রহণ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না। জবাবে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কপিল দেব বলেন, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তবে এই মুহূর্তে বাংলাদেশি গলফারদের নিষিদ্ধ করা বা অংশগ্রহণ বন্ধের মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।



পিজিটিআইতে নিয়মিত অংশ নেওয়া বাংলাদেশি গলফারদের মধ্যে রয়েছেন জামাল হোসেন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ আকবর হোসেন। ফলে ট্যুর ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা বাংলাদেশের গলফ মহলেও আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে সমালোচনা ও পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়। এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে আগামী সেপ্টেম্বরে নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত রাখে ভারত। একইসঙ্গে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার অবস্থান নেয় বাংলাদেশ। দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশও দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা কোনো অবস্থাতেই ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয়। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে বোর্ড। আইসিসি বিষয়টি পর্যালোচনা করছে বলে জানা গেছে।

সব মিলিয়ে মুস্তাফিজ ইস্যু ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে অন্য ক্রীড়াঙ্গনেও। পিজিটিআইতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কপিল দেবের মন্তব্য আপাতত অপেক্ষার বার্তাই দিচ্ছে, তবে বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করতে পারবে কি না আর পারলেও যাবে কি না সেটা এখনো অনিশ্চিত।

ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য