Connect with us
ক্রিকেট

স্পট ফিক্সিং নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আশরাফুল

মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সঙ্গে তার যুক্ত হওয়া নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

তাকে ইঙ্গিত করে জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের করা ফেসবুক পোস্ট ঘিরে হচ্ছে নানা আলোচনা। আশরাফুলের নিয়োগের খবর প্রকাশের পর রুবেল নিজের ফেসবুকে লেখেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড।’ কিছুক্ষণ পরই আরেকটি পোস্টে লেখেন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা, সময় সত্যিই অদ্ভুত! যাদের এক সময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ উদাহরণ দিতে এসেছে!’

পোস্টের রুবেল কারো নাম উল্লেখ না করলেও সকলের ধারনা সদ্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আশরাফুলকে ইঙ্গিত করেই পোস্টগুলো করেছেন জাতীয় দলের এই সাবেক পেসার।



অনেক আলোচনা-সমালোচনার পর বিতর্ক নিয়ে মুখ খুললেন আশরাফুল। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘আমি ঠিক জানি না ও (রুবেল হোসেন) কাকে মিন করেছে। একেক জনের ব্যক্তিগত মতামত থাকতেই পারে।’

অতীতের ফিক্সিং কান্ড নিয়ে আশরাফুল বলেন, ‘আমার জীবনে যা হয়েছে আমি প্রকাশ্যে স্বীকার করেছি। ওই পর্ব শেষ করে আমি এখানে।’

২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করলেও জাতীয় দলে আর জায়গা পাননি। তবে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছন কোচ হিসেবে।

আরব আমিরাতের আবুধাবিতে আইসিসি স্বীকৃত লেভেল-৩ কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি। দ্বায়িত্ব পালন করেছেন বিপিএলেও। এছাড়াও এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বরিশালের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

জাতীয় দলের দ্বায়িত্ব পাওয়া নিয়ে সমালোচনার জবাবে আশরাফুল বলেন, ‘আমার কোনো মন্তব্য নেই। কারণ এটার জন্য যা যা হওয়ার, হয়েই গেছে। এমন না যে দুনিয়াতে শুধু আমি একাই এসব করে শাস্তি পেয়েছি। তবে এটাও ঠিক, আমি ছিলাম প্রথম ব্যক্তি, যে নিজে ফিক্সিংয়ের বিষয়টি স্বীকার করেছে। বিশ্বে কেউ স্বীকার করেনি।’

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট