 
																												
														
														
													ফুটবলের মতোই বল পায়ে দুই দলের খেলোয়াড়দের গোল করার প্রবণতা দেখা যায়। এমনকি ফুটবলের মতো দুই অর্ধ ও রয়েছে বদলি খেলোয়াড়ের নিয়ম৷ কিন্তু আদতে এটি ফুটবল নয়। ফুটবলের একটা ঘরোয়া মাধ্যমকে বলা হয় ফুটসাল। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ফুটবলের পাশাপাশি ফুটসালেরও জনপ্রিয়তা বাড়ছে৷ ফলে ফিফার পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে ফুটসাল বিশ্বকাপ৷
কিভাবে খেলা হয় ফুটসাল?
ফুটবলের মতো খেলা হলেও ফুটসালে ১১জন খেলোয়াড়ের খেলার নিয়ম নেই৷ ফুটসালে প্রতি দলের হয়ে খেলতে পারেন পাঁচজন করে খেলোয়াড়। এর মধ্যে থাকেন একজন গোলরক্ষক। এছাড়া আরো ৯জন খেলোয়াড় বেঞ্চে থাকতে পারেন৷ ফুটবলের মতো সাবস্টিটিউশনের মাধ্যমে তাঁদের নামানো যায়। তবে ফুটবলের মতো নির্দিষ্ট নয়, বরং যত খুশি খেলোয়াড়দের বদলি করা যায়৷
ফুটসালের সাথে ফুটবলের আরেকটা বড় পার্থক্য হচ্ছে- মাঠের আকার। ফুটবল মাঠের চেয়ে স্বভাবতই দৈর্ঘ্যে ও প্রস্থে অনেক ছোট হয় ফুটসালের মাঠ। অনেকটা হ্যান্ডবল খেলার মাঠের মতোই তৈরি করা হয় ফুটসালের মাঠ৷
ফুটবলের মতো ফুটসালও দুই অর্ধের খেলা৷ ফুটসালের নিয়ম হলো প্রতি অর্ধে ২০ মিনিট করে ৪০ মিনিটের ম্যাচ হয়৷ তবে ফুটবলের মতো এখানে অতিরিক্ত সময় যোগ করার নিয়ম নেই৷ এছাড়া এখানে রয়েছে লাল কার্ড ও হলুদ কার্ডের ব্যবহার৷
ফিফা ফুটসাল বিশ্বকাপ
ফিফা ফুটবল বিশ্বকাপের মতো প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটসাল বিশ্বকাপ। ফুটবলের মতোই ফুটসালের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। এই ফরম্যাটে পাঁচ বার শিরোপা জিতেছে দলটি। এমনকি ফুটসাল বিশ্বকাপের প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল৷

ফুটসাল বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে ব্রাজিল। ছবি- সংগৃহীত
১৯৮৯, ১৯৯২ ও ১৯৯৬ সালে টানা তিন বার শিরোপা ঘরে তোলে সেলেসাওরা৷ অন্যদিকে স্পেনের ঘরেও রয়েছে ফুটসালের দুটি বিশ্বকাপ৷ ২০০০ ও ২০০৪ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হয় তারা৷
২০১৬ সালে রাশিয়াকে ৫-৪ গোলে হারিয়ে এই টুর্নামেন্টে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর ২০২১ সালে সেই আর্জেন্টিনাকেই ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২৪ দলের অংশগ্রহণে উজবেকিস্তানে বসবে ফুটসাল বিশ্বকাপ।
আরও পড়ুন: এমবাপ্পের হ্যাটট্রিক কয়টি?
ক্রিফোস্পোর্টস/৬মে২৪/টিএইচ/বিটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	