Connect with us
ফুটবল

ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চেয়ে যা বললেন আনচেলত্তি

Ancelotti in Brazil duty
ব্রাজিল জার্সি হাতে কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে হারের পর থেকেই অধঃপতন শুরু হয়েছে ব্রাজিল ফুটবল দলের। সবশেষ ১৪টি খেলার মধ্যে পাঁচটিতে হেরেছে, গোল হজম করেছে ১৬টি। এমন দলকে আবার জাগিয়ে তুলতে ডাগআউটে যুক্ত করা হয়েছে কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে।

ফুটবলে সর্বোচ্চ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা দীর্ঘ ২৫ বছর যাবত অপেক্ষা করছে নিজেদের হেক্সা পূরণের। তবে এবার ব্রাজিল সমর্থকদের সেই আশা পূরণ করতে চান সদ্য দলের দায়িত্ব নেয়া আনচেলত্তি। এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘বিশ্বের সেরা দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত এবং গর্বিত। আমার সামনে একটি বড় কাজ আছে।’

ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারা দারুন একটি চ্যালেঞ্জ হবে। আর এই কাজ সকলে মিলে করতে চান তিনি, ‘আমি আনন্দিত, চ্যালেঞ্জটি দুর্দান্ত। এই দলের সাথে আমার সবসময়ই একটি বিশেষ সংযোগ ছিল…আমরা আবার ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার জন্য কাজ করব।’


আরও পড়ুন :

» রিশাদদের পিএসএল অভিজ্ঞতা পাকিস্তানে কাজে লাগাতে চান সিমন্স

» তাসকিন-মুস্তাফিজদের প্রশংসা করে যা বললেন পাকিস্তান কোচ


 

আনচেলত্তি আরও বলেন, ‘মানুষ চায় আমি ভালো কাজ করি এবং আবারও বিশ্বকাপ জিতি। অতীতে আমি যা করেছি তার কারণে, তারা আশা করে যে আমি ট্রফি জিতব। তবে আমি আশা করি তারা দলকে সমর্থন করবে কারণ দেশের সমর্থন পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।’

আসন্ন বিশ্বকাপে খেলার টিকেট নিশ্চিত করতে বাছাই পর্বের বাকি ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। তার জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা এই কোচ, ‘এই দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আমি এমন খেলোয়াড়দের দলে আনার চেষ্টা করেছি যারা দলকে জিততে সাহায্য করার জন্য প্রস্তুত।’

ক্রিফোস্পোর্টস/২৭মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল