Connect with us
ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের সূচনা

পাকিস্তানি ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি - সংগৃহীত

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু করল তারা

যুক্তরাষ্ট্রের লডারহিলে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ১৪ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে পাকিস্তান।

সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে তারা। ইনিংসের মূল ভিত গড়ে দেন ওপেনার সাইম আইয়ুব। তিনি ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। পাশাপাশি ফখর জামান করেন ২৮ রান এবং হাসান নওয়াজ করেন ২৪ রান।



আরও পড়ুন:

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস!

আইসিসির নতুন র‍্যাঙ্কিং প্রকাশ, মুস্তাফিজ-জাকেররা কে কোথায়?

বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শামার জোসেফ ৩০ রানে ৩ উইকেট তুলে নেন। জেসন হোল্ডার, আকেল হোসেন ও রোমারিও শেফার্ড শিকার করেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে আসে ৭২ রান। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজ। ১২তম ওভারে তিনি একাই নেন জুয়েল অ্যান্ড্রু (৩৫), জনসন চার্লস এবং গুদাকেশ মোতির তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।

এই ধাক্কা সামলাতে না পেরে দিশা হারায় ওয়েস্ট ইন্ডিজ। যদিও শেষ দিকে জেসন হোল্ডার এবং শামার জোসেফ কিছুটা লড়াই করেন। হোল্ডার ১২ বলে ৩০ এবং জোসেফ ১২ বলে ২১ রানে অপরাজিত থাকেন। তবু নির্ধারিত ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৬৪ রান।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। সাইম আইয়ুব বল হাতে ২০ রানে নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

ব্যাটিং এবং বোলিংয়ে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাইম আইয়ুব।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩ আগস্ট।

ক্রিফোস্পোর্টস/১ আগস্ট ২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট