Connect with us
ক্রিকেট

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার আকিম অগাস্ট। ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে যাওয়া এভিন লুইসের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে।

অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হতে যাওয়া সাদা বলের সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

এদিকে ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে অভিষেক হয়েছে স্পিনার খারি পিয়েরের। ওয়ানডে দলে গুদাকেশ মোতি ও রস্টন চেজের সাথে তৃতীয় পেসার হিসেবে থাকছেন তিনি। গতবছর ডিসেম্বরের পর প্রথমবারের মত ফিরেছেন আলিক আথানাজ।



বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় দলে আছেন শামার জোসেফ। তিনি ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিলেন।

তাছাড়া টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন বাঁহাতি পেসার রামন সিমন্ডস ও উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গো। জাঙ্গো থাকবেন উইকেট কিপার ব্যাটার অধিনায়ক শাই হোপের ব্যাকআপ কিপার হিসেবে, আর সিমন্ডস সাম্প্রতিক সিপিএলে বার্বাডোজ রয়্যালসের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন। সেখানে প্রায় ১৩টি উইকেট সংগ্রহ করেছেন। যার পুরুষ্কারস্বরুপ জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংশ্লিষ্ট জানিয়েছে, সিরিজ শুরুর আগে চেন্নাই সুপার কিংস একাডেমিতে এখানকার কন্ডিশনে প্রস্তুতি নেবেন মোতি, কেসি কার্টি, শেরফেন রাদারফোর্ড, অগাস্ট ও জাঙ্গো।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলো যথাক্রমে ১৮,২১ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। অন্যদিকে টি-টোয়েন্টি ম্যাচগুলো যথাক্রমে ২৭,২৯,৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড:
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পিয়েরে, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

টি-টোয়েন্টি স্কোয়াড:
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, আকিম অগাস্ট, রস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মুটি, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, রামন সিমন্ডস।

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট