ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (সোমবার) মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে দেড়শোর্ধ্ব রানের পুঁজি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের পুঁজি গড়েছে ক্যারিবিয়ানরা।
মিরপুরে কালো পিচে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার পর চট্টগ্রামে পাড়ি এসে সবুজ পিচ পেয়েছে দুই দল। এখানের পিচ তুলনামূলক ব্যাটিং সহায়ক। তাই টস জিতে ব্যাটিংকেই প্রাধান্য দেয় ক্যারিবিয়ানরা। আগে ব্যাট করতে নেমে দারুণ করেছে সফরকারী দলটি। শুরুটা ধীরগতির হলেও পরে রানের গতি বাড়ায় ক্যারিবিয়ানরা। তাতে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে দলটি।
এদিন ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫৯ রান তুলে নেয় তারা। ইনিংসের নবম ওভারে অ্যালিক অ্যাথানেজিকে বোল্ড করে ফেরান রিশাদ। ২৭ বলে ৩৪ রান করে ফেরেন এই ওপেনার। এরপর কিছুটা ধীরগতিতে রান তুলে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় উইকেট জুটিতে ২৩ বলে ২৩ রান যোগ করে তারা।
দলীয় ১৩তম ওভারে তাসকিন জোড়া আঘাত হানেন। প্রথম বলে ব্রান্ডন কিংকে ফিরিয়ে জুটি ভাঙেন তিনি। ৩৬ বলে ৩৩ রানের ধীরগতির ইনিংস খেলে ফিরে যান কিং। পরের বলেই শেরফান রাদারফোর্ডকে গোল্ডেন ডাকে ফেরান তাসকিন। তাতে ৮২ রানেই তৃতীয় উইকেট হারায় সফরকারী।
তবে ক্যারিবিয়ানদের তিন উইকেট নেওয়ার পর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে শাই হোপ ও রভম্যান পাওয়েল মিলে ৪৬ বলে ৮৩ রানের অপরাজিত জুটি গড়ে ইনিংস শেষ করে মাঠ ছাড়েন।
শাই হোপ ২৮ বলে ১ চার ও ৪ ছক্কার মারে ৪৬ রান করে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে পাওয়েল ২৮ বলে ১ চার ও ৪ ছক্কার মারে ৪৪ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। আর রিশাদ ৪ ওভারে ৪০ রান দিয়ে এক উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/বিটি